Pakistan cricket: পাকিস্তানের শক্তি দেখাব ক্রিকেট বিশ্বকে! বাবর, রিজওয়ানদের হুঙ্কার এশিয়া কাপের আগে

Last Updated:

অধিনায়ক বাবর আজম এই দুই বড় টুর্নামেন্টের আগে বলছেন, দলের প্রত্যেকেই ক্ষুধার্ত। ঘরের মাঠে শেষ ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান

এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার পাকিস্তান
এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার পাকিস্তান
ক্যান্ডি: তিনি গত কয়েক মাস ধরেই বিশ্ব ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান। আসলে বাবর আজম যেভাবে উন্নতি করেছেন তাতে ধারাবাহিকতায় তার ধারে কাছে নেই কেউ। কিন্তু পাকিস্তান ক্যাপ্টেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন ব্যক্তিগত পারফরমেন্স নয়, তার আসল লক্ষ্য প্রথমে এশিয়া কাপ এবং তারপর বিশ্বকাপ। পুরো দলের ভেতরে এই বার্তা ছড়িয়ে দিতে চান তিনি।
সামনে এশিয়া কাপ, এরপর বিশ্বকাপ।
তবে তাঁর আগে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে পাকিস্তান। শ্রীলঙ্কায় এশিয়া কাপের বেশির ভাগ ম্যাচ। সেখানেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে পাকিস্তান। মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে সিরিজ। এশিয়া কাপের জন্য সেরা প্রস্তুতি। দেশের মাটিতে প্রস্তুতি শিবিরও করেছে পাকিস্তান। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে দুটি বড় টুর্নামেন্টের সেরা কম্বিনেশন খুঁজে নেওয়া প্রাথমিক লক্ষ্য।
advertisement
advertisement
অধিনায়ক বাবর আজম এই দুই বড় টুর্নামেন্টের আগে বলছেন, দলের প্রত্যেকেই ক্ষুধার্ত। ঘরের মাঠে শেষ ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান। আইসিসি ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থানে ওঠার সুযোগ রয়েছে পাকিস্তানের কাছে। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরুর আগে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, দলের প্রত্যেকটা প্লেয়ার পারফর্ম করার জন্য মুখিয়ে রয়েছে।
advertisement
প্রত্যেকেই ম্যাচ জেতানো পারফরম্যান্স দিতে চায়। এশিয়া কাপের আগে এই সিরিজ প্রসঙ্গে বাবর আরও যোগ করেন, গত সিরিজে ভিন্ন ম্যাচে আলাদা আলাদা প্লেয়ার সেরার পুরস্কার জিতেছে। দলের জন্য যা খুবই ভালো দিক। বড় টুর্নামেন্টে পারফর্ম করলে আত্মবিশ্বাস বাড়ে। আমি মনে করি, বোলাররাই বড় টুর্নামেন্ট জেতাবে। ওদের ওপর আমার বিশ্বাস রয়েছে।
advertisement
তবে এই সিরিজ সহজ হবে না। একদিনের সিরিজে অথবা টি-টোয়েন্টি সিরিজে আজ পর্যন্ত আফগানিস্তান হারাতে পারেনি পাকিস্তানকে। কিন্তু বেশ কয়েকবার পাকিস্তানকে শেষ ওভারে ম্যাচ বের করতে বাধ্য করেছিল তারা। তাই রশিদ খান, নাজিব, গুরবাজ, ফারুকি, রহমত শাহরা এবারও পাকিস্তানের কঠিন পরীক্ষা নেবে বলেই দেওয়া যায়।
বাংলা খবর/ খবর/খেলা/
Pakistan cricket: পাকিস্তানের শক্তি দেখাব ক্রিকেট বিশ্বকে! বাবর, রিজওয়ানদের হুঙ্কার এশিয়া কাপের আগে
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement