হোম /খবর /খেলা /
ছোটদের এশিয়া কাপে শেষ বলে পাকিস্তানের কাছে নাটকীয় হার ভারতের

IND vs Pak under 19 : ছোটদের এশিয়া কাপে শেষ বলে পাকিস্তানের কাছে নাটকীয় হার ভারতের

ছোটদের এশিয়া কাপে ভারতকে হারাল পাকিস্তান

ছোটদের এশিয়া কাপে ভারতকে হারাল পাকিস্তান

Pakistan beat India in last ball thriller in Asia Cup. ছোটদের এশিয়া কাপে ভারতকে হারাল পাকিস্তান। ২৩৮ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেছেন তিন নম্বরে নামা মোহাম্মদ শেহজাদ।

  • Last Updated :
  • Share this:

#দুবাই: কয়েক মাস আগে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। ওই লজ্জার পরাজয়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি টিম ইন্ডিয়া। পর্বের পর এবার চিরপ্রতিদ্বন্দ্বী শত্রুর কাছে আবার হার ভারতের জুনিয়রদের। তবে লড়াই করে। একেবারে শেষ বলে। ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা, অন্যরকম এক আবহ। এমনকি সেটা বয়সভিত্তিক ক্রিকেট হলেও।

আরও পড়ুন - Merry Christmas Sports Icons: মেসি থেকে নেইমার, সচিন থেকে রোনাল্ডো! বড়দিন পালন করছেন স্পোর্টস আইকনরা

তাই তো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও (Under 19 Asia Cup) ভারত-পাকিস্তানের (India vs Pakistan) লড়াই হল একদম ম্যাচের শেষ বল পর্যন্ত। যেখানে বাউন্ডারি হাঁকিয়ে ভারতকে ২ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান। দুবাইয়ের আইসিসি একাডেমির দুই নম্বর মাঠে আগে ব্যাট করে ৪৯ ওভারে ২৩৭ রান তুলে অলআউট হয় ভারত। জবাবে ৮ উইকেট হারালেও ইনিংসের একদম শেষ বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন পাকিস্তানের আহমেদ খান।

আরও পড়ুন - Ashes Third Test: রাত পোহালেই অ্যাশেজের তৃতীয় টেস্ট! এবার পাল্টা লড়াইয়ের প্রতিজ্ঞা রুটের

আফগানিস্তানের বিপক্ষে সহজ জয়ে এশিয়া কাপ শুরু করেছিল পাকিস্তান। এবার ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের পর সেমিফাইনালে এক পা দিয়ে রাখল কাশিম আকরামের নেতৃত্বাধীন দল। ভারতকে হারাতে শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৮ রান। প্রথম বলেই জিসান জামিরকে আউট করেন রবি কুমার। তবে পরের চার বল থেকে চলে আসে ৬ রান।

তাই শেষ বলে বাকি ২ রান। সেখানে বাউন্ডারি হাঁকিয়েই ম্যাচ জিতে নেন আহমেদ খান। তিনি অপরাজিত থাকেন ১৯ বলে ২৯ রানের ইনিংস খেলে। ২৩৮ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেছেন তিন নম্বরে নামা মোহাম্মদ শেহজাদ। তার ১০৫ বলের ইনিংসে ৪ চারের সঙ্গে ছিল ৫টি ছয়ের মার।

এছাড়া ইরফান খান ৩৩, রিজওয়ান মেহমুদ ২৯, মাজ সাদকাত ২৯ ও কাশিম করেন ২২ রান। এর আগে ভারতের পক্ষে একমাত্র ফিফটি হাঁকান উইকেটরক্ষক ব্যাটার আরাধ্য যাদব। তার ব্যাট থেকে আসে ৮৩ বলে ৫০ রানের ইনিংস। ওপেনার হারনুর সিং ৪৬, রাজাবর্ধন হাঙ্গারেকার ৩৩, কুশল তাম্বে ৩২ ও রাজ বাওয়া করেন ২৫ রান।

অতিরিক্ত খাত থেকেই আসে ৩০ রান। ভারতের বিপক্ষে বল হাতে ৫টি উইকেট নেন জিসান জামির। ভারতের পরের ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। ভারতের অধিনায়ক ইয়াশ ঢাল জানিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে হার সব সময় কঠিন। তবে ভারতের কাছে এখনো সুযোগ আছে চাকা ঘুরিয়ে দেওয়ার।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: Asia Cup, India Vs pakistan