SRK, KKR : পাকিস্তানের এই অলরাউন্ডারকে কেকেআরের জার্সিতে পেতে ফোন করেছিলেন স্বয়ং শাহরুখ খান! জানেন কে?

Last Updated:

Pakistan all rounder reveals how Shahrukh Khan personally wanted him in KKR. শাহরুখের কেকেআরে না খেলতে পারার দুঃখ রয়ে গিয়েছে পাক তারকা'র

ইয়াসির আরাফাতকে কেকেআরে চেয়েছিলেন শাহরুখ
ইয়াসির আরাফাতকে কেকেআরে চেয়েছিলেন শাহরুখ
#লন্ডন: সালমান বাট, মহম্মদ হাফিজ, উমর গুল, শোয়েব আখতার - বিভিন্ন পাকিস্তানি তারকা কলকাতা নাইট রাইডার্স দলে খেলেছিলেন প্রথম আইপিএলে। বেশ জনপ্রিয় ছিলেন তারা। শাহরুখ খান নিজেও মনে করতেন টি টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানি ক্রিকেটারদের দক্ষতা নজরকাড়া। প্রথম বারের আইপিএলে পাকিস্তানের একাধিক ক্রিকেটার অংশ নিয়েছিলেন। কিন্তু সেই বছর মুম্বইয়ের তাজ হোটেলে জঙ্গি হানার পর পাকিস্তান ক্রিকেটারদের আইপিএল খেলা নিষিদ্ধ করে দেওয়া হয়।
সেই সময় পাকিস্তানের অলরাউন্ডার ইয়াসির আরাফত দ্বিতীয় মরসুমে খেলবেন বলে ঠিক করেছিলেন। যদিও সেটা সম্ভব হয়নি, কিন্তু তিনি শাহরুখ খানের ফোন পেয়েছিলেন। কলকাতা নাইট রাইডার্সে আরাফতকে নিতে চেয়েছিলেন শাহরুখ। তিন বছরের জন্য চুক্তি করতে চেয়েছিলেন নাইট দলের মালিক। একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আরাফত বলেন, প্রথম বারের আইপিএলে কারা খেলবে সেটা ঠিক করে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই তালিকায় আমার নাম ছিল না।
advertisement
advertisement
advertisement
সেই জন্য খেলতে পারিনি। ২০০৮ সালে কেন্টের হয়ে কাউন্টি খেলছিলাম। সেখানে কেকেআর দলের স্কাউটরা এসে আমার সঙ্গে কথা বলে। তাঁরা জানিয়েছিলেন যে শাহরুখ খান চান আমি কলকাতার হয়ে খেলি। কিন্তু আরাফত মনে করেছিলেন সেটা নিছক মজা ছিল। তিনি বিশ্বাসই করতে চাননি প্রথমে। আরাফত বলেন, আমি ভেবেছিলাম মজা করছে ওঁরা। শাহরুখ কেন আমাকে নেওয়ার জন্য লোক পাঠাবেন।
advertisement
ওঁরা যদিও নিজেদের কার্ড দিয়েছিলেন এবং আমার ফোন নম্বর এবং ইমেল আইডি নিয়েছিলেন। কয়েক সপ্তাহ পরে আমি ইমেল পাই যে আমার সঙ্গে কথা বলা যায়নি এবং আমি রাজি হইনি বলে। এর পর শাহরুখ আমাকে ফোন করেছিলেন। তিনি আমার সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করতে চেয়েছিলেন। এর পর মুম্বইতে জঙ্গিহানা হল এবং পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএল খেলা নিষিদ্ধ হয়ে গেল।
advertisement
পাকিস্তানের হয়ে ২০০০ সাল থেকে ২০১২ অবধি খেলেছিলেন আরাফত। ১২ বছরে মাত্র তিনটি টেস্ট, ১১টি এক দিনের ম্যাচ এবং ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন তিনি। এর পর বিভিন্ন দেশের ক্রিকেট লিগে খেলতে চলে যান আরাফত। শেষ পর্যন্ত আইপিএল খেলা না হলেও আরাফাত নিজেকে গর্বিত মনে করেন বলিউড বাদশা শাহরুখ খানের ফোন পেয়ে। পাশাপাশি কেকেআরে খেলতে না পারার তার দুঃখ থেকে যাবে চিরকাল জানিয়েছেন ইয়াসির আরাফাত।
বাংলা খবর/ খবর/খেলা/
SRK, KKR : পাকিস্তানের এই অলরাউন্ডারকে কেকেআরের জার্সিতে পেতে ফোন করেছিলেন স্বয়ং শাহরুখ খান! জানেন কে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement