AIFF Secretary Kushal Das : এবার যৌন কেলেঙ্কারির অভিযোগ ভারতীয় ফুটবলে! মহিলা কর্মীকে নিপীড়ন সচিবের

Last Updated:

Ranjit Bajaj accuses AIFF Secretary Kushal Das of sexual harassment. এবার যৌন কেলেঙ্কারির অভিযোগ ভারতীয় ফুটবলে! কুশল দাস নিয়ে বিস্ফোরক বাজাজ

কুশলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রঞ্জিত বাজাজের
কুশলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রঞ্জিত বাজাজের
#নয়াদিল্লি: বিশ্ব ফুটবলে এমন অভিযোগ নতুন নয়। যৌন কেলেঙ্কারি ফুটবল এবং অলিম্পিকে একাধিকবার হয়েছে। কিন্তু তাই বলে ভারতীয় ফুটবলে এমন কেলেঙ্কারি সত্যিই অবাক করার মত। ভারতীয় ফুটবলে হঠাৎই ফের শোরগোল। সর্বভারতীয় ফুটবল সংস্থার সচিব কুশল দাসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন ফুটবল কর্তা রঞ্জিত বজাজ। একের পর এক টুইটে তিনি জানিয়েছেন, কর্মস্থলে দুই মহিলাকর্মীর যৌন হেনস্থা করেছেন কুশল।
তবে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন সচিব। জানিয়েছেন, গত ১০ বছরে তাঁর বিরুদ্ধে এরকম কোনও অভিযোগ জমা পড়েনি। এদিন একের পর এক টুইটে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে স্যাভিয়ো মেদেইরার পদত্যাগের বিরোধিতা করেছেন বজাজ। পাশাপাশি জানিয়েছেন, কুশল দুই মহিলাকর্মীকে যৌন হেনস্থা করেছেন এবং সভাপতি প্রফুল পটেলের জন্যেই এত দিন বিষয়টি সামনে আসেনি।
advertisement
advertisement
কুশলকে ‘মদ্যপ’ বলেও অভিহিত করেছেন তিনি। পরে সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, সংস্থার বিরুদ্ধে নয়, নির্দিষ্ট এক ব্যক্তির বিরুদ্ধে আমার অভিযোগ রয়েছে। সে আদালতে গিয়ে হলমনামা পেশ করতে পারে। আমি দেখতে চাই ও বিষয়টা প্রত্যাখ্যান করে কিনা। নিজে থেকে জবাব দিক। এআইএফএফ-কে যেন কাজে লাগানোর চেষ্টা না করে। পাল্টা কুশল সংবাদ সংস্থাকে বলেছেন, এআইএফএফের মহিলা সেল এ ধরনের অভিযোগ দেখার জন্যে রয়েছে।
advertisement
advertisement
গত ১০ বছরে এরকম কোনও অভিযোগ জমা পড়েনি। তবে যে অভিযোগ হয়েছে সেটা ওরা খতিয়ে দেখে আমাকে রিপোর্ট জমা দিক। তার পরেই আমি মুখ খুলব। এআইএফএফের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির প্রধান জ্যোৎস্না গুপ্ত বলেছেন, কমিটির প্রধান হিসেবে বলতে পারি, সচিব বা সংস্থার কোনও কর্মীর বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ পাইনি।
সচিবের বিরুদ্ধে যে কেউ এ রকম অভিযোগ আনতে পারেন, এটা ভেবেই আমি অবাক। এখানে প্রত্যেক মহিলা কর্মী সুরক্ষিত। এআইএফএফের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বজাজের যাবতীয় বিবৃতি এবং অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ নেই। বজাজের অভিযোগে সংস্থা এবং কুশলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সংস্থার তরফে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
AIFF Secretary Kushal Das : এবার যৌন কেলেঙ্কারির অভিযোগ ভারতীয় ফুটবলে! মহিলা কর্মীকে নিপীড়ন সচিবের
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement