AIFF Secretary Kushal Das : এবার যৌন কেলেঙ্কারির অভিযোগ ভারতীয় ফুটবলে! মহিলা কর্মীকে নিপীড়ন সচিবের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Ranjit Bajaj accuses AIFF Secretary Kushal Das of sexual harassment. এবার যৌন কেলেঙ্কারির অভিযোগ ভারতীয় ফুটবলে! কুশল দাস নিয়ে বিস্ফোরক বাজাজ
#নয়াদিল্লি: বিশ্ব ফুটবলে এমন অভিযোগ নতুন নয়। যৌন কেলেঙ্কারি ফুটবল এবং অলিম্পিকে একাধিকবার হয়েছে। কিন্তু তাই বলে ভারতীয় ফুটবলে এমন কেলেঙ্কারি সত্যিই অবাক করার মত। ভারতীয় ফুটবলে হঠাৎই ফের শোরগোল। সর্বভারতীয় ফুটবল সংস্থার সচিব কুশল দাসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন ফুটবল কর্তা রঞ্জিত বজাজ। একের পর এক টুইটে তিনি জানিয়েছেন, কর্মস্থলে দুই মহিলাকর্মীর যৌন হেনস্থা করেছেন কুশল।
আরও পড়ুন - Rishi Dhawan, IPL : মুখে বিশেষ ফেস গিয়ার পড়ে কেন নেমেছিলেন ঋষি ধাওয়ান? জানলে অবাক হবেন
তবে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন সচিব। জানিয়েছেন, গত ১০ বছরে তাঁর বিরুদ্ধে এরকম কোনও অভিযোগ জমা পড়েনি। এদিন একের পর এক টুইটে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে স্যাভিয়ো মেদেইরার পদত্যাগের বিরোধিতা করেছেন বজাজ। পাশাপাশি জানিয়েছেন, কুশল দুই মহিলাকর্মীকে যৌন হেনস্থা করেছেন এবং সভাপতি প্রফুল পটেলের জন্যেই এত দিন বিষয়টি সামনে আসেনি।
advertisement
advertisement
কুশলকে ‘মদ্যপ’ বলেও অভিহিত করেছেন তিনি। পরে সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, সংস্থার বিরুদ্ধে নয়, নির্দিষ্ট এক ব্যক্তির বিরুদ্ধে আমার অভিযোগ রয়েছে। সে আদালতে গিয়ে হলমনামা পেশ করতে পারে। আমি দেখতে চাই ও বিষয়টা প্রত্যাখ্যান করে কিনা। নিজে থেকে জবাব দিক। এআইএফএফ-কে যেন কাজে লাগানোর চেষ্টা না করে। পাল্টা কুশল সংবাদ সংস্থাকে বলেছেন, এআইএফএফের মহিলা সেল এ ধরনের অভিযোগ দেখার জন্যে রয়েছে।
advertisement
📑 OFFICIAL | AIFF denies allegations of sexual harassment against general secretary Kushal Das. Ranjit Bajaj alleged that AIFF general secretary Kushal Das had molested employees at work, a charge rejected by the national body and its top official. 🔴😶 #IndianFootball #SFtbl
— Sevens Football (@sevensftbl) April 25, 2022
advertisement
গত ১০ বছরে এরকম কোনও অভিযোগ জমা পড়েনি। তবে যে অভিযোগ হয়েছে সেটা ওরা খতিয়ে দেখে আমাকে রিপোর্ট জমা দিক। তার পরেই আমি মুখ খুলব। এআইএফএফের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির প্রধান জ্যোৎস্না গুপ্ত বলেছেন, কমিটির প্রধান হিসেবে বলতে পারি, সচিব বা সংস্থার কোনও কর্মীর বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ পাইনি।
সচিবের বিরুদ্ধে যে কেউ এ রকম অভিযোগ আনতে পারেন, এটা ভেবেই আমি অবাক। এখানে প্রত্যেক মহিলা কর্মী সুরক্ষিত। এআইএফএফের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বজাজের যাবতীয় বিবৃতি এবং অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ নেই। বজাজের অভিযোগে সংস্থা এবং কুশলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সংস্থার তরফে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 26, 2022 3:12 PM IST