পদকজয়ী রবি দাহিয়া, বজরং পুনিয়া করতেই পারবেন না কুস্তি! নয়া সিদ্ধান্ত কুস্তি ফেডারেশনের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সরকারের পক্ষ থেকে ৮৫ কোটি টাকা খরচ করা হয়েছে৷ ’’
#নয়াদিল্লি : টোকিও অলিম্পিক্সে মেডেল জয়ী কুস্তিগির রবি দাহিয়া ও বজরং পুনিয়া -র পাশাপাশি ভিনেশ ফোগটের মত শীর্ষস্থানীয় কুস্তিগিররা আগামী দিনে বড় অসুবিধার মুখে পড়তে চলেছেন৷ এমন পরিস্থিতি তাতে আদৌ সামনের অলিম্পিক্স তথা বড় ইভেন্টে অংশ নিতে পারবেন কিনা তা বড় প্রশ্ন৷ রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI) কুস্তিগিরদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে৷ কুস্তিতে ভারতের সর্বভারতীয় সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh) বলেছেন যদি খেলোয়াড়রা প্রাইভেট সংস্থার সাহায্য নেন তাহলে তাঁদের কোনও ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না৷
ভারতীয় কুস্তিগিরদের সাম্প্রতিক পারফরম্যান্স খুবই ভালো, অলিম্পিক্সেও (Tokyo Olympics) একটি রুপো ও একটি ব্রোঞ্জ পেয়েছে ভারতীয় কুস্তিগিররা৷
গত দিনে ভারতের কুস্তিগির ভিনেশ ফোগটের পাশাপাশি তিন কুস্তিগিরকে নোটিশ দিয়ে জবাব চাওয়া হয়েছে৷ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বৃজভূষণ শরণ সিং জানিয়েছে , ‘এই ক্রীড়াবিদদের ঘটনা অনুশাসন সমিতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ যারা ভিনেশ ফোগট, সোনম মলিক, দিব্যা কাকরণকে ডেকে পাঠিয়েছে৷ ’’ তিনি আরও বলেছেন, ‘‘বলে দেওয়া সহজ আমি ভুল করেছি, কিন্তু এই ভুলটা কেন হল আর কেন হল৷’’ তিনি জানিয়েছেন ভিনেশ ফোগট নিজের উকিলের মাধ্যমে জবাব দিয়েছেন তিনি অন্য কুস্তিগিরদের ভালোর জন্যেই ভারতীয় দলে থাকেননি৷ তিনি ভাইরাস থেকে দূরে থাকতে চেয়েছিলেন৷ -হয়ত ভিনেশ ফোগট ঠিকই বলছেন , হয়ত তিনি দলের ভালোর জন্যেই করতে চেয়েছিলেন৷ কিন্তু ফেডারেশনের পোশাক কেন পরেননি, তারজন্য আমার সঙ্গে কি হয়েছে আর কি কি করতে হয়েছে তা জানতে হবে৷ ’’
advertisement
advertisement
খেলমন্ত্রকের টপ পোডিয়াম স্কিম (TOPS) নিয়ে তিনি বলেছেন তাঁরা সরাসরি নিজেদের খেলোয়াড়দের বিদেশে পাঠিয়ে দেন৷ কোনও তথ্য দেওয়া হয় না৷ এর জন্য অসুবিধা হয়৷ ফেডারেশনকে খেলোয়াড়দের সম্পর্কে তথ্য দিতে হবে৷ ভিনেশ ফোগট আমাদের সঙ্গে বিদেশ যাওয়ার বিষয়ে কোনও কথা জানায়নি৷ যদি ক্রীড়াবিদদের বিদেশে পাঠানোর বিষয় ছিল তাহলে সকলকেই পাঠানো হত, কিন্তু এই বিষয়ে ফেডারেশনকে কিছুই জানানো হয়নি৷
advertisement
ফেডারেশনের প্রধান বৃজভূষণ বলেছেন, ‘‘ওজিকিউ এবং জেএসডাব্লু -র মতো প্রাইভেট পার্টনারের প্রয়োজন নেই৷ ওঁরা তিনজন কুস্তিগিরকে নষ্ট করেছে৷ আমি তাঁদের নাম নেবো না৷ যখন ভারত সরকার অ্যাথলিটদের খরচ করার জন্য তৈরি তখন আমাদের ওদের কি প্রয়োজন৷ ওরা প্রয়োজন হলে প্রাইভেট পার্টনার জুনিয়র ও ক্যাডেট কুস্তিগিরদের সাহায্য করুন৷ যাদের সত্যি সহযোগিতার প্রয়োজন হয়৷ এরা সরকারের মতো খরচ করছে না৷ সরকারের পক্ষ থেকে ৮৫ কোটি টাকা খরচ করা হয়েছে৷ ’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 21, 2021 12:47 PM IST

