পদকজয়ী রবি দাহিয়া, বজরং পুনিয়া করতেই পারবেন না কুস্তি! নয়া সিদ্ধান্ত কুস্তি ফেডারেশনের

Last Updated:

সরকারের পক্ষ থেকে ৮৫ কোটি টাকা খরচ করা হয়েছে৷ ’’

#নয়াদিল্লি : টোকিও অলিম্পিক্সে মেডেল জয়ী কুস্তিগির রবি দাহিয়া ও বজরং পুনিয়া -র পাশাপাশি ভিনেশ ফোগটের মত শীর্ষস্থানীয় কুস্তিগিররা আগামী দিনে বড় অসুবিধার মুখে পড়তে চলেছেন৷ এমন পরিস্থিতি তাতে আদৌ সামনের অলিম্পিক্স তথা বড় ইভেন্টে অংশ নিতে পারবেন কিনা তা বড় প্রশ্ন৷ রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া  (WFI) কুস্তিগিরদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে৷ কুস্তিতে ভারতের সর্বভারতীয় সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh) বলেছেন যদি খেলোয়াড়রা প্রাইভেট সংস্থার সাহায্য নেন তাহলে তাঁদের কোনও ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না৷
ভারতীয় কুস্তিগিরদের সাম্প্রতিক পারফরম্যান্স খুবই ভালো, অলিম্পিক্সেও (Tokyo Olympics)  একটি রুপো ও একটি ব্রোঞ্জ পেয়েছে ভারতীয় কুস্তিগিররা৷
গত দিনে ভারতের কুস্তিগির ভিনেশ ফোগটের পাশাপাশি তিন কুস্তিগিরকে নোটিশ দিয়ে জবাব চাওয়া হয়েছে৷ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বৃজভূষণ শরণ সিং জানিয়েছে , ‘এই ক্রীড়াবিদদের ঘটনা অনুশাসন সমিতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ যারা ভিনেশ ফোগট, সোনম মলিক, দিব্যা কাকরণকে ডেকে পাঠিয়েছে৷ ’’ তিনি আরও বলেছেন, ‘‘বলে দেওয়া সহজ আমি ভুল করেছি, কিন্তু এই ভুলটা কেন হল আর কেন হল৷’’ তিনি জানিয়েছেন ভিনেশ ফোগট নিজের উকিলের মাধ্যমে জবাব দিয়েছেন তিনি অন্য কুস্তিগিরদের ভালোর জন্যেই ভারতীয় দলে থাকেননি৷ তিনি ভাইরাস থেকে দূরে থাকতে চেয়েছিলেন৷ -হয়ত ভিনেশ ফোগট ঠিকই বলছেন , হয়ত তিনি দলের ভালোর জন্যেই করতে চেয়েছিলেন৷ কিন্তু ফেডারেশনের পোশাক কেন পরেননি, তারজন্য আমার সঙ্গে কি হয়েছে আর কি কি করতে হয়েছে তা জানতে হবে৷ ’’
advertisement
advertisement
খেলমন্ত্রকের টপ পোডিয়াম স্কিম (TOPS) নিয়ে তিনি বলেছেন তাঁরা সরাসরি নিজেদের খেলোয়াড়দের বিদেশে পাঠিয়ে দেন৷ কোনও তথ্য দেওয়া হয় না৷ এর জন্য অসুবিধা হয়৷ ফেডারেশনকে খেলোয়াড়দের সম্পর্কে তথ্য দিতে হবে৷ ভিনেশ ফোগট আমাদের সঙ্গে বিদেশ যাওয়ার বিষয়ে কোনও কথা জানায়নি৷ যদি ক্রীড়াবিদদের বিদেশে পাঠানোর বিষয় ছিল তাহলে সকলকেই পাঠানো হত, কিন্তু এই বিষয়ে ফেডারেশনকে কিছুই জানানো হয়নি৷
advertisement
ফেডারেশনের প্রধান বৃজভূষণ বলেছেন, ‘‘ওজিকিউ এবং জেএসডাব্লু -র মতো প্রাইভেট পার্টনারের প্রয়োজন নেই৷ ওঁরা তিনজন কুস্তিগিরকে নষ্ট করেছে৷ আমি তাঁদের নাম নেবো না৷ যখন ভারত সরকার অ্যাথলিটদের খরচ করার জন্য তৈরি তখন আমাদের ওদের কি প্রয়োজন৷ ওরা প্রয়োজন হলে প্রাইভেট পার্টনার জুনিয়র ও ক্যাডেট কুস্তিগিরদের সাহায্য করুন৷ যাদের সত্যি সহযোগিতার প্রয়োজন হয়৷ এরা সরকারের মতো খরচ করছে না৷ সরকারের পক্ষ থেকে ৮৫ কোটি টাকা খরচ করা হয়েছে৷ ’’
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পদকজয়ী রবি দাহিয়া, বজরং পুনিয়া করতেই পারবেন না কুস্তি! নয়া সিদ্ধান্ত কুস্তি ফেডারেশনের
Next Article
advertisement
Dev Visits Karimul Haque: হৃদযন্ত্রে গুরুতর সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল! খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
হৃদযন্ত্রে সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল!খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
  • অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা নামে খ্যাত করিমুুল হক৷

  • কলকাতার হাসপাতালে ভর্তি পদ্মশ্রী করিমুল৷

  • খবর পেয়েই হাসপাতালে ছুটলেন অভিনেতা দেব৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement