জাপান থেকে পদক ছাড়া দেশে ফিরবেন না, শপথ নিয়েছেন বজরং পুনিয়া

Last Updated:

দেশেরও তার কাছ থেকে প্রত্যাশা রয়েছে, আর কেনই বা থাকবে না! গত চার বছরে, বজরঙ্গ কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে (২০১৮ সালে উভয়) স্বর্ণ পদক জিতেছে

দেশেরও তার কাছ থেকে প্রত্যাশা রয়েছে, আর কেনই বা থাকবে না! গত চার বছরে, বজরঙ্গ কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে (২০১৮ সালে উভয়) স্বর্ণ জিতেছে; দুটি স্বর্ণপদক (২০১৭, ২০১৯) এছাড়াও তার ঝুলিতে রয়েছে দুটি রৌপ্য (২০২০, ২০২১) এবং একটি ব্রোঞ্জ (২০১৮) এশিয়ান চ্যাম্পিয়নশিপে; এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটি রৌপ্য (২০১৮) এবং একটি ব্রোঞ্জ (২০১৯)।
advertisement
বিভিন্ন আন্তর্জাতিক রেসলিং টুর্নামেন্টে শীর্ষস্থানীয় পজিশনের আধিক্যও অর্জন করেছেন তিনি। ৬৫ কেজির বিভাগে তিনি বিশ্বের ২য় এই মুহূর্তে। তবে অলিম্পিকে ৬৫ কেজির গ্রুপ টা মারাত্মক কঠিন, গ্রুপ অফ ডেথ বলা যেতে পারে। তাবড় তাবর সমস্ত কুস্তিগীর একই গ্রুপের মধ্যে পড়ে গেছে। তার গ্রুপে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন রাশিয়ার গাজিমুরাদ রসিদোভ এবং ২০১৮ বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের তাকুতো ওতোগুড়ো যিনি বজরং পুনিয়ার বিরুদ্ধে দুবার নেমেছেন এবং দুবারই জিতেছেন।
advertisement
advertisement
এছাড়াও তার গ্রুপে আছে কাজাক কুস্তিগীর দৌলেত নিয়াজবেখভ, হাঙ্গেরির মুজুকায়েভ। তার গ্রুপে না থাকলেও প্রতিযোগিতায় আছে আজারবাইজানের হাজী আলিয়েভের মত মারাত্বক কুস্তিগীর। '৬৫ কেজির বিভাগে কেউ ফেভারিট নয়। এরম ১০-১২ জন কুস্তিগীর রয়েছে যারা যে কোনো দিন একে অপরকে হারাতে পারে।' বজরং মনে করেন লড়াই কঠিন, কিন্তু গত এক বছর ধরে যেভাবে প্রস্তুতি নিয়েছেন তাতে পদকের আশা করাটা অন্যায় হবে না। টোকিওতে নিজের সবকিছু উজাড় করে দেবেন দেশকে পদক জেতানোর জন্য।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
জাপান থেকে পদক ছাড়া দেশে ফিরবেন না, শপথ নিয়েছেন বজরং পুনিয়া
Next Article
advertisement
Haryana Serial Killer Arrested: নিজের থেকে দেখতে সুন্দর লাগলেই জলে ডুবিয়ে খুন, হরিয়ানার পুনমের শিকার তিন বালিকা! ছাড়েনি নিজের ছেলেকেও
নিজের ছেলে সহ ৪ শিশুকে জলে ডুবিয়ে খুন,ছ বছরের ভাইঝিকে হত্যার পর জালে সিরিয়াল কিলার পুনম!
  • নিজের ছেলে সহ চারটি শিশুকে জলে ডুবিয়ে খুন৷

  • হরিয়ানায় পুলিশের জালে সিরিয়াল কিলার পুনম৷

  • ভাইঝিকে খুনের পরই গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement