কলকাতায় আসছেন কার্লসেন-আনন্দ, ইডেন টেস্টে বেল বাজাতে পারেন দুই বিশ্ব চাম্পিয়ন দাবাড়ু
Last Updated:
#কলকাতা: বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন আসছেন কলকাতায়। ২২ নভেম্বর কলকাতায় বিশ্বদাবার আসরে খেলবেন ৬৪ খোপের রাজা। এই প্রথম উপমহাদেশের মাটিতে বসছে গ্র্যান্ড চেস ট্যুরের ম্যাচ। খেলবেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দও। কলকাতায় এই দুই দাবাড়ুর লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন শহরের দাবা প্রেমীরা। কলকাতার ন্যাশনাল লাইব্রেরির অডিটোরিয়ামে কার্লসেন-আনন্দ মুখোমুখি হবেন।
কার্লসেন অবশ্য এখনও পয়েন্ট সংগ্রহের নিরিখে আনন্দের থেকে কিছুটা এগিয়ে রয়েছেন। আবার এই একই সময় ইডেনে বসছে প্রথমবার গোলাপি বলের দিন-রাতের টেস্টের আসর। টেস্টের কোনও একদিন আনন্দ এবং কার্লসেনকে ইডেনে ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করতে দেখা যেতে পারে ৷
Dibyendu Barua, Indian Chess Grandmaster, Chanakya Chaudhary, Vice President, Corporate Services, Tata Steeladvertisement
advertisement
শেষবার চেন্নাইয়ে এসেছিলেন। কলকাতা আসা হয়নি। কিন্তু এবার বিশ্ব দাবার আসরে যোগ দিতে শহরে আসছেন ম্যাগনাস কার্লসেন। বৃহস্পতিবার শহরে ঘোষণা হল গ্র্যান্ড চেস ট্যুরের সূচি। কার্লসেন ছাড়াও ওই টুর্নামেন্টে খেলবেন বিশ্বনাথন আনন্দ, ডিং লিরেন, হিকারু নাকামুরার মতো তারকারা। এশিয়ার মাটিতে প্রথমবার এই খেলা হবে। বুখারেস্টে আপাতত চলছে এই ট্যুরের আরও একটি পর্ব। গুরুত্বপূর্ণ পর্ব হতে চলেছে কলকাতায়। টুর্নামেন্টের ফাইনাল হবে লন্ডনে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ৷
advertisement
২২ তারিখ ইডেন টেস্টের পাশাপাশি ন্যাশনাল লাইব্রেরিতে হবে এই টুর্নামেন্ট। ২১ তারিখ শহরের এক পাঁচতারায় হবে ড্র। তাতে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে হাজির করার চেষ্টা করছেন উদ্যোক্তারা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 07, 2019 10:15 PM IST

