Tokyo Paralympics 2020| Vabina Patel| এবার ইতিহাস প্যারাঅলিম্পিকসে! টেবিলটেনিস ফাইনালে দেশের গর্ব ভাবিনা

Last Updated:

Tokyo Paralympics 2020| Vabina Patel| রবিবার তিনি মুখোমুখি হতে চলেছেন ইং ঝুংয়ের। সেই ম্যাচে জয়ের অর্থ প্যারাঅলিম্পিকস থেকেও ভারতের ঘরে সোনা আসবে।

টোকিও প্যারাঅলিম্পিকসে  টেবিল টেনিস ফাইনালে ভাবিনা  প্যাটেল।
টোকিও প্যারাঅলিম্পিকসে টেবিল টেনিস ফাইনালে ভাবিনা প্যাটেল।
#টোকিও: অলিম্পিকের পর এবার প্যারাঅলিম্পিকস। ইতিহাস গড়লেন ভারতের টেবিল টেনিস খেলোয়াড় ভাবিনা পাটেল। শনিবার টেবিল টেনিসের সেমিফাইনালে চিনের মিয়াও ঝাংকে রীতিমতো উড়িয়ে দিলেন ভাবিনা। খেলার ফল ৩-২। প্রথম সেটেই পিছিয়ে শুরু করলেও , গোটা ম্যাচে কার্যত প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি ভাবিনা। এই জয়ের মাধ্যমে রূপো নিশ্চিত করলেন ভাবিনা। রবিবার তিনি মুখোমুখি হতে চলেছেন ইং ঝুংয়ের। সেই ম্যাচে জয়ের অর্থ প্যারাঅলিম্পিক থেকেও ভারতের ঘরে সোনা আসবে।
শুক্রবারে কোয়ার্টার ফাইনালের ম্যাচে প্রথম বড় অঘটন ঘটানোর ভাবিনা। বিশ্বের দুই নম্বর র‍্যাঙ্কিংয়ে থাকা সার্বিয়ান টেবিল টেনিস  তারকা রানকোভিচ পেরিচকে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করেন ভাবিনা।  ভাবিনার বাবাও একপ্রকার নিশ্চিত, এবার স্বর্ণপদক আনবে মেয়ে।
advertisement
advertisement
ভাবিনা আজ বলেন, "আমি আমার ১০০% দিয়েছি। ফাইনালের জন্য আমি মানসিকভাবে পুরোপুরি তৈরি। ৩৪ বছরের ভাবিনা ২০ বছর ধরে টেবিল টেনিস খেলছেন। তাঁর পদকের আশায় বুক বাঁধছেন দেশের বহু ক্রিড়াপ্রেমী। উল্লেখ্য অলিম্পিকের মতোই এবার প্যারাঅলিম্পিকসেও ভারতীয়দের পারফরম্যান্স কার্যত নজরকাড়া। এখনও পর্যন্ত ভারতীয়রা প্যারা অলিম্পিকে  তিনটি বিভাগে অন্তত ১২ টি নিশ্চিত করেছেন। এর মধ্যে রয়েছে সাঁতার, ভারোত্তলন, অ্যাথলেটিক্স। ভাবিনার পদক প্যারাঅলিম্পিকসের টেবিল টেনিসে ভারতের প্রথম পদক। এখন অপেক্ষা স্রেফ সোনা নিয়ে ঘরে ফেরার।
বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Paralympics 2020| Vabina Patel| এবার ইতিহাস প্যারাঅলিম্পিকসে! টেবিলটেনিস ফাইনালে দেশের গর্ব ভাবিনা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement