Tokyo Paralympics 2020: সোনা জিতে খুলে গেল ভাগ্য, Avani Lekhara নিয়ে বড় ঘোষণা আনন্দ মহিন্দ্রার

Last Updated:

সোনার মেয়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে একেবারে বড় বদলের সিদ্ধান্ত আনন্দ মহিন্দ্রার৷

#মুম্বই: টোকিও প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics)  ভারতীয় অ্যাথলিটরা পদক জিততে শুরু করেছেন রবিবার থেকে, সোমবারও সেই ধারাই বজায় রইল৷ মহিলা শ্যুটার অবনি লেখারা (Avani Lekhara)  সোনা জিতে দেশকে গর্বিত করেছেন৷ অবনি মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ক্লাস এসএইচ ১ ফাইনালে ২৪৯.৬ পয়েন্ট করে ওয়ার্ল্ড রেকর্ডের সমান পারফরম্যান্স৷ তিনি নিজের বিভাগের শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে প্রথম স্থান পাওয়ার আগে যোগ্যতা অর্জনপর্বে অবশ্য তিনি সপ্তম স্থানে থেকে পরের রাউন্ডে পৌঁছেছিলেন৷ টোকিও প্যারালিম্পিক্সে (Paralympics 2020) এটা ভারতের প্রথম সোনা৷
তাঁর এই সাফল্য পুরো দেশে খুশির হাওয়া৷ মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা এই সাফল্যে আনন্দিত৷ তিনি বিভিন্ন সময়েই ভালো কাজকে উৎসাহিত করেন৷ তিনি ট্যুইট করে অবনিকে স্পেশাল উপহার দেওয়ার কথা জানিয়েছেন৷
আনন্দ মহিন্দ্রা লিখেছেন, ‘‘এক সপ্তাহ আগে দীপা মালিক আমায় পরামর্শ দিয়েছিলেন যে বিশেষভাবে শারীরিক সক্ষমতা সম্পন্ন মানুষদের জন্য বিশেষ এসইউভি তৈরি করতে৷ দীপা যেরকম টোকিওতে ব্যবহার করেন৷ আমি নিজের সহযোগীদের এই চ্যালেঞ্জ নিতে অনুরোধ করেছি৷ যে আমাদের ডেভালপমেন্ট প্রধান ৷ আমাদের বানানো প্রথম এইরকম এসইউভি আমরা #AvaniLekhara -উদ্দেশ্যে করব তাঁকেই উপহার দিতে চাইব৷’’
advertisement
advertisement
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অবনিকে টোকিও প্যারালিম্পিক্সে সোনাজয়ী  অ্যাথলিটকে শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি তাঁর মনোবল আরও বাড়িয়েছেন৷ তিনি নিজের লেখায় অবনির পারফরম্যান্সকে অসাধারণ বলেছেন৷ তিনি এও বলেছেন অবনি অসাধারণ মেহনতি এবম শ্যুটিংয়ের জন্য তাঁর আগ্রহ অপরিসীম, তাই এই সাফল্য সম্ভব হয়েছে৷ প্রধানমন্ত্রী এও বলেছেন ভারতীয় খেলার দুনিয়ার জন্য এ এক অসাধারণ মুহূর্ত৷ তাঁকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন৷
advertisement
advertisement
অবনি প্যারালিম্পিক্সে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সোনা জয়ের নজির গড়লেন৷ তাঁর আগে পিভি সিন্ধু  (PV Sindhu)  ও মীরা বাই চানু (Mirabai Chanu) মহিলা অ্যাথলিট হিসেবে রুপো জিতেছিলেন৷ ভারতকে প্রথম প্যারালিম্পিক্স সোনা জিতিয়েছিলেন মুরলীকান্ত পেটকর৷ ১৯৭২ সালে সোনা জিতেছিলেন তিনি৷ এছাড়া দ্বিতীয় ও তৃতীয় সোনা দেবেন্দ্র ঝাঝারিয়া এবং চতুর্থ সোনা জিতেছিলেন মরিয়াপ্পন থঙ্গাভেলু ৷
advertisement
অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা ২০০৮ -এ বেজিংয়ে আর নীরজ চোপড়া এবারের অলিম্পিক্সে৷
বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Paralympics 2020: সোনা জিতে খুলে গেল ভাগ্য, Avani Lekhara নিয়ে বড় ঘোষণা আনন্দ মহিন্দ্রার
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement