Big News: টোকিও অলিম্পিক্স থেকে বাজে খবর, ছিনিয়ে নেওয়া হল ভারতের পদক

Last Updated:

Tokyo paralympics 2020হঠাৎই এল বাজে খবর...

#টোকিও: টোকিও অলিম্পিক্সে (Tokyo Paralympics 2020) সোমবার ভারতের জন্য মেডেলের বৃষ্টির মধ্যে খুব খারাপ খবর এল৷ সকাল থেকেই শ্যুটিংয়ে সোনা এসেছে, জ্যাভলিন থ্রো , ডিসকাস থ্রো -তে রুপো এসেছে৷ এরইমধ্যে টুর্নামেন্ট থেকে বড় খবর এসেছে৷ ভারতের হাত থেকে একটি ব্রোঞ্জ খোয়া গেল৷ আসলে ডিসকাস থ্রো তে বিনোদ কুমার ব্রোঞ্জ পেয়েছিলেন৷ কিন্তু তাঁর মেডেল ফেরত নিয়ে নেওয়া হয়৷ যে ধরণের শারীরিক বিকৃতির ক্যাটাগরিতে তিনি লড়াই করেছেন তাঁর যোগ্যতামান তাঁর আলাদা- এই কারণে পুরুষদের এফ ৫২ ডিসকাস থ্রো-র মেডেল ছিনিয়ে নেওয়া হয়েছে৷
বিনোদ F-52 ইভেন্টের ফাইনালে ১৯.৯১ মিটার থ্রো করেছিলেন৷ রুপো পান ক্রোয়েশিয়ার বেলিমির তিনি ১৯.৯৮ মিটার ছোঁড়েন৷ পোল্যান্ডের পিআত্র ২০.০২ মিটার ছুঁড়ে সোনা জেতেন৷ বিনোদের শারীরিক বিকৃতি -র ক্লাসিফিকেশনের যোগ্যতামানের চেয়ে তা কম৷ ফলে তাঁর মেডেল এখন হোল্ডে চলে গেছে৷
কমজোর মাংসপেশি-র নিরিখে এই ক্লাসিফিকেশন হয়৷ এফ ৫২ -র পর্বে যে অ্যাথলিটরা অংশ নেন যাঁদের মাংসপেশির ক্ষমতা কম হয়৷ এর ফলে মুভমেন্ট সীমিত হয়৷ হাতে বিকৃতি হয় কিম্বা পায়ের লম্বা আলাদা হয়৷ এরফলেই তাঁরা অংশ নেয়
advertisement
advertisement
মেরুদণ্ডের হাড়ে চোট থাকলে বা কোনও অঙ্গ কাটা হলে তারাও এই ইভেন্টে অংশ নিতে পারেন৷ প্যারা ক্রীড়াবিদদের বিভিন্ন নিরিখে বেছে এই গ্রুপে খেলা হয়৷ খেলায় তখনই অংশ নেওয়া যায় যখন সকলের বিকৃতি একই ক্লাসিফিকেশন হয়৷
বাংলা খবর/ খবর/খেলা/
Big News: টোকিও অলিম্পিক্স থেকে বাজে খবর, ছিনিয়ে নেওয়া হল ভারতের পদক
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement