পিছিয়ে গেল টোকিও অলিম্পিক্স ,যৌথ সিদ্ধান্ত IOC ও জাপানের প্রধানমন্ত্রীর

Last Updated:

যা ভাবা হয়ছিল তাই হল

#টোকিও: অলিম্পিক্স পিছিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তে সহমতে পৌঁছলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও আইওসি প্রধান থমাস বাক ৷ একবছরের জন্য অলিম্পিক গেমসের পিছোনোর সিদ্ধান্তে সহমতে পৌঁছেছে দু পক্ষই ৷ নিজেদের একটি যুগ্ম বিবৃতিও ইতিমধ্যেই সামনে এসেছে ৷ ২০২১ সালে টোকিও অলিম্পিক্স আয়োজন করা হবে ৷
তবে একবছরের জন্যে পিছিয়ে গেলেও একে ২০২০ অলিম্পিক্স বলা হবে বলে জানানো হয়েছে ইন্টারন্যাশানাল অলিম্পিক কমিটির পক্ষ থেকে ৷ নিজেদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘ আইওসি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী সহমত হয়েছেন যে গেমস ২০২০ -র পর নতুন তারিখে করা হবে ৷ তবে সেটা ২০২১ -র গ্রীষ্মের মধ্যেই তা করা হবে ৷ এটা সমস্ত অ্যাথলিট, অলিম্পিক গেমস ও আন্তর্জাতিক সমাজের শুভ হওয়ার জন্যেই এই সিদ্ধান্ত ৷ ’
advertisement
advertisement
আরও বলা হয়েছে, ‘নেতারা সহমত হয়েছে যে টোকিওর অলিম্পিক গেমস সারা পৃথিবীর কাছে আশার আলো, তাই সারা পৃথিবী যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তাই অলিম্পিকের আগুন জ্বলে রইল ৷ জাপানেই থাকবে এই আগুন ৷ ’
advertisement
এদিকে এর আগেই অলিম্পিক্স পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত জানিয়ে দিলেন আইওসি সদস্য ডিক পাউন্ড ৷ রবিবারই আইওসি জানিয়েছিল তারা অলিম্পিক্স নিয়ে ভাবনাচিন্তা করছে আর সোমবার এই কথা জানালেন আইওসি সদস্য ৷
IOC র সবথেকে দীর্ঘদিনের সদস্য জানিয়েছেন এটা সিদ্ধান্ত হয়ে গেছে যে অলিম্পিক্স ২৪ জুলাই শুরু হচ্ছে না ৷ তিনি আরও জানিয়েছেন সম্ভবত ২০২১ সালে হবে অলিম্পিক্স ৷ করোনা ভাইরাস প্যানডেমিক নিয়ে সারা বিশ্ব উত্তাল ৷ এরমধ্যে কানাডা সর্বপ্রথম দেশ হিসেবে সিদ্ধান্ত নিয়েছিল যে যদি অলিম্পিক্স নির্ধারিত সময়ে হয় তাহলে তারা অংশ গ্রহণ করবেন না ৷
advertisement
ডিক পাউন্ড আরও জানিয়েছেন যে অলিম্পিক্স পিছোনোর সিদ্ধান্ত হয়ে গেছেল তবে এই ভাইরাসের ভয়াবহতার ওপর বাকি জিনিস নির্ভর করা হচ্ছে ৷ ডিক পাউন্ড জানিয়েছেন, ‘এর মারণ ভাইরাসের তীব্রতা এখনও পরিমাপ করা যাচ্ছে না ৷ তবে এটা নিশ্চিত ২৪ জুলাই এটা শুরু হচ্ছে না ৷ ’
তিনি আরও বলেছেন, ‘এটা ধাপে ধাপে আসছে , তবে এরপর এটাকে কীভাবে আয়োজন করা সম্ভব হবে সেটা সিদ্ধান্ত নিতে হবে, কারণ সেই চাপটা মারাত্মক ৷ ’
advertisement
এদিকে এর আগে করোনা ভাইরাস এই মুহূর্তে বিশ্ব জুড়ে মহা মহামারী৷ এবার  অলিম্পিক্স নিয়ে মুখ খুললেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ৷ তিনি জানিয়ে দিলেন অলিম্পিক্স পিছিয়ে যাওয়া এখন সময়ের অপেক্ষা ৷ এই বিষয়টি এখন কোনও ভাবেই এড়ানো যাবে না ৷ ২৪ জুলাই ২০২০ থেকে টোকিওতে অলিম্পিক্সের আসর শুরু হওয়ার কথা ছিল ৷
advertisement
সারা পৃথিবীতে এক অদ্ভুত ভয়ানক মহামারীর জায়গায় রয়েছে ৷ কানাডার  অলিম্পিক ও প্যারা অলিম্পিক কমিটি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবারের অলিম্পিক্স নির্ধারিত সময়ে হলে তারা দল পাঠাবে না ৷ তাদের নিজেদের সাধারণ মানুষ ও অ্যাথলিটদের স্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে ৷
এদিকে অস্ট্রিলিয়ার অলিম্পিক কমিটি জানিয়েছে ২০২১ সালে - অলিম্পিক্সের জন্য প্রস্তুতি নিতে বলেছে ৷ অস্ট্রেলিয়ার শ্যেফ অফ দ্য মিশন ইয়ান চেস্টারম্যান জানিয়েছেন জুলাই মাসে টুর্নামেন্ট হচ্ছে না তা নিশ্চিত ৷
advertisement
জাপানের অলিম্পিকের আধিকারিকরাও জানিয়েছেন জুলাই মাসে টুর্নামেন্ট আয়োজনের জন্য তারা সেভাবে প্রস্তুতি সারছেন ৷  পুরো বিষয়টাই এখন ঘোর গোলযোগের মধ্যে ৷
Photo- AFP Photo- AFP
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, ‘তারা কমপ্লিট গেমস করতে চাইছে ৷ তবে সবার ক্ষেত্রেই অ্যাথলিটরা প্রথম প্রায়োরিটি ৷ তাই এই গেমস পিছনো একেবারে অবশ্যম্ভাবী ৷ ’
তিনি আরও জানিয়েছেন, ‘বাতিল করে দেওয়াটা কোনও অপশন নয় ৷ তিনি বলেছেন, এভাবে গেমস বাতিল করে দেওয়া কোনও অসুবিধার সমাধান করবে না , কাউকে সাহায্যও করবে না ৷ ’
IOC -ও রবিবার নিজেদের অবস্থান বদল করে জানিয়েছে যেভাবে সারা পৃথিবী জুড়ে পরিবর্ত পরিস্থিতি তৈরি হয়েছে তাতে গেমস নিয়ে তারা নতুন ভাবে ভাবছে ৷ তবে গেমসের সময় বদল করলেই বদল করে নেব বললে তো হয় না কারণ , গেমসের জন্য ইতিমধ্যেই সব রকমের ব্যবস্থা হয়ে গেছে সেগুলি সব বাতিল করতে হবে, পাশাপাশি নতুন সময়ে সেগুলিকে অ্যাকমোডেট করাও হবে বড় চ্যালেঞ্জ ৷
বাংলা খবর/ খবর/খেলা/
পিছিয়ে গেল টোকিও অলিম্পিক্স ,যৌথ সিদ্ধান্ত IOC ও জাপানের প্রধানমন্ত্রীর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement