#টোকিও: টোকিও অলিম্পিক্সের টেবিল টেনিসে উইমেনস সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে রুদ্ধশ্বাস জয় পেলেন ভারতের মনিকা বাত্রা। ইউক্রেনের মার্গারিটা পেসোত্স্কার বিরুদ্ধে প্রথম দুটি গেমে হেরেছিলেন তিনি। 4-11, 4-11-তে প্রথম দুটি গেম হারের পর দুরন্ত কামব্যাক করেন তিনি। 11-7, 12-10-তে পরের দুটি গেম জেতেন মনিকা। পঞ্চম গেম আবার জেতেন পেসোত্স্কা। এর পরের দুটি গেমে 11-5, 11-7-এ জিতে নেন ভারতের টিটি তারকা। তৃতীয় রাউন্ডে বিশ্বের ১৬ নম্বর তারকা সোফিয়া পলকানোভার বিরুদ্ধে খেলবেন মনিকা।
AMAZING VICTORY! A super performance filled with grit and determination from our star paddler @manikabatra_TT . Manika is just one more step away from medal.
— Manika Batra (@manikabatra_TT) July 25, 2021
Scoreline: 🇮🇳4 - 3 #ManikaBatra pic.twitter.com/PxHVWbYez1
. @manikabatra_TT to play the 2nd round of Women's Singles event in a few minutes.
— SAIMedia (@Media_SAI) July 25, 2021
Stay tuned for updates!#Cheer4India#Tabletennis https://t.co/rwBJgBA9Q2
.@manikabatra_TT secures victory against higher-ranked Ukraine's Pestoska in a thrilling 7-setter in her 2nd round singles #tableTennis match.
— SAIMedia (@Media_SAI) July 25, 2021
We wish her all the best for the next round!#Cheer4India pic.twitter.com/UhLZ4Fk65l
শনিবার ব্রিটেনের টিনটিন হোকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিলেন মনিকা। পাঞ্জাবের এই টিট তারকা এর পর অবশ্য বিতর্কও উস্কে দিয়েছিলেন। ম্যাচ চলাকালীন জাতীয় দলের কোচ সৌম্যদীপ রায়ের প্রশিক্ষণ নিতে অস্বীকার করেছিলেন মণিকা। জানা গিয়েছে, ব্যক্তিগত কোচকে কোর্টের পাশে রাখতে চেয়েছিলেন মনিকা। কিন্তু অলিম্পিকের আয়োজকরা অনুমতি দেননি। আর তাই নিয়েই সমস্যা শুরু হয়। শরথ কমল ও মণিকা বাত্রার মিক্সড ডাবলস ম্যাচে কোর্টের পাশে ছিলেন জাতীয় কোচ সৌম্যদীপ রায়। কিন্তু তাঁর প্রশিক্ষণ নিতে মনিকা অস্বীকার করেছিলেন বলে জানা যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।