হোম /খবর /খেলা /
রুদ্ধশ্বাস ম্যাচে জয় মনিকার, বাঁচিয়ে রাখলেন পদকের আশা

Tokyo Olympics 2020 Live Updates: রুদ্ধশ্বাস ম্যাচে জয় মনিকার, বাঁচিয়ে রাখলেন পদকের আশা

প্রথম দুটি গেমে হেরেও দুরন্ত কামব্যাক। মনিকা বাত্রা জিতলেন রুদ্ধশ্বাস ম্যাচে.

  • Last Updated :
  • Share this:

#টোকিও: টোকিও অলিম্পিক্সের টেবিল টেনিসে উইমেনস সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে রুদ্ধশ্বাস জয় পেলেন ভারতের মনিকা বাত্রা। ইউক্রেনের মার্গারিটা পেসোত্স্কার বিরুদ্ধে প্রথম দুটি গেমে হেরেছিলেন তিনি। 4-11, 4-11-তে প্রথম দুটি গেম হারের পর দুরন্ত কামব্যাক করেন তিনি। 11-7, 12-10-তে পরের দুটি গেম জেতেন মনিকা। পঞ্চম গেম আবার জেতেন পেসোত্স্কা। এর পরের দুটি গেমে 11-5, 11-7-এ জিতে নেন ভারতের টিটি তারকা। তৃতীয় রাউন্ডে বিশ্বের ১৬ নম্বর তারকা সোফিয়া পলকানোভার বিরুদ্ধে খেলবেন মনিকা।

শনিবার ব্রিটেনের টিনটিন হোকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিলেন মনিকা। পাঞ্জাবের এই টিট তারকা এর পর অবশ্য বিতর্কও উস্কে দিয়েছিলেন। ম্যাচ চলাকালীন জাতীয় দলের কোচ সৌম্যদীপ রায়ের প্রশিক্ষণ নিতে অস্বীকার করেছিলেন মণিকা। জানা গিয়েছে, ব্যক্তিগত কোচকে কোর্টের পাশে রাখতে চেয়েছিলেন মনিকা। কিন্তু অলিম্পিকের আয়োজকরা অনুমতি দেননি। আর তাই নিয়েই সমস্যা শুরু হয়। শরথ কমল ও মণিকা বাত্রার মিক্সড ডাবলস ম্যাচে কোর্টের পাশে ছিলেন জাতীয় কোচ সৌম্যদীপ রায়। কিন্তু তাঁর প্রশিক্ষণ নিতে মনিকা অস্বীকার করেছিলেন বলে জানা যায়।

Published by:Suman Majumder
First published:

Tags: Table Tennis, Tokyo Olympics, Tokyo Olympics 2020