Ravi Dahiya, Deepak Punia যেন পুরো ঝড়, প্রতিপক্ষকে ‘উল্টে’ দিয়ে Tokyo Olympics 2020-র সেমিফাইলানে

Last Updated:

ঝকঝকে ভারতীয় কুস্তিগিররা৷ রবি দাহিয়া ও দীপক পুনিয়া পৌঁছলেন কুস্তির সেমিফাইনালে৷ ডাকছে পদক...

#টোকিও: পরপর ভালো খবর৷ নিজের নিজের বিভাগের ফ্রি স্টাইলের কুস্তিতে কোয়ার্টার ফাইনালের ম্যাচও দক্ষতার সঙ্গে জিতে নিলেন দুই ভারতীয় কুস্তিগির রবি দাহিয়া (Ravi Dahiya ) ও দীপক পুনিয়া  (Deepak Puniya)৷ সেমিফাইনালের টিকিট পেলেন দুই কুস্তিগিরই ৷ ১৪-৪ বুলগেরিয়ায় প্রতিপক্ষকে হারিয়ে সেমিতে গেলেন রবি দাহিয়া ৷
advertisement
অন্যদিকে দীপক পুনিয়া সেমিফাইনালে গেলেন চিনের জুসেনকে হারালেন ৬-৩ ৷
advertisement
এদিকে এদিন  আরও সকালে ভারতীয় কুস্তিগির রবি দাহিয়া (Ravi Dahiya ) পৌঁছে গেলেন টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics 2020) কোয়ার্টার ফাইনালে৷ ৫৭ কেজি ফ্রি স্টাইল কুস্তিতে পরের রাউন্ডের টিকিট পেলেন৷  কলম্বিয়ার কুস্তিগির অস্কার টিগরেরোস উরবানোকে হারিয়ে তিনি কোয়ার্টারে প্রবেশ করলেন৷ প্রথম ম্যাচে কড়া লড়াই করে সহজ জয় পান প্রতিপক্ষের বিরুদ্ধে৷
advertisement
রবি কুমার নিজের ম্যাচ ১৩-২ তে জিতে নেন৷ রবি ও অস্কারের ম্যাচের প্রথম থেকেই কড়া লড়াই শুরু করেন৷ প্রথমেই দাহিয়া ২ পয়েন্ট পান৷ এরপর অস্কারও টেকডাউনে দু পয়েন্ট হাসিল করে নেন৷ কিন্তু এরপর আর ম্যাচে ফিরতে দেননি ভারতীয় কুস্তিগির৷ দ্বিতীয় পিরিয়ডে মোট ১০ পয়েন্ট পান৷
advertisement
advertisement
এদিকে অংশু মলিক না পারলেও দীপক পুনিয়াও ( (Deepak Puniya)) নিজের প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিয়ে পরের রাউন্ডে গেলেন৷ তিনি ১২-১ নাইজেরিয়ার Ekerekerne Agiarnar কে হারালেন৷ তিনি মাত্র প্রতিপক্ষের থেকে এক পয়েন্ট হজম করেন৷ পুরুষদের ফ্রি স্টাইল ৮৬ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালের টিকিট পেলেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ravi Dahiya, Deepak Punia যেন পুরো ঝড়, প্রতিপক্ষকে ‘উল্টে’ দিয়ে Tokyo Olympics 2020-র সেমিফাইলানে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement