Tokyo Olympics 2020 opening ceremony: শুরু টোকিও অলিম্পিক, উদ্বোধনী অনুষ্ঠানে মার্চপাস্টে ভারতের পতাকা হাতে মেরি কম, মনপ্রীত
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Tokyo Olympics 2020 opening ceremony: ভারতের হয়ে পতাকা ধরেছিলেন বক্সার মেরি কম এবং হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং।
টোকিও: করোনা আবহেই শুরু টোকিও অলিম্পিক ৷ অনেক বাধা-বিপত্তি পেরিয়েই শুরু হল এবারের অলিম্পিক গেমস ৷ করোনার কারণে গত বছর আয়োজন করা সম্ভব হয়নি অলিম্পিকের ৷ এ বছরও প্রায় বাতিল হতে বসেছিল গেমস ৷ শেষপর্যন্ত শুক্রবার জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়েই শুরু হল টোকিও অলিম্পিক ২০২০ ৷
😍😍😍@manpreetpawar07 & MC Mary Kom leading #TeamIndia's biggest ever Olympic contingent! 💪#IND #StrongerTogether | #UnitedByEmotion | #Tokyo2020 | #OpeningCeremony | @MangteC | #BestOfTokyo pic.twitter.com/RE1OuNr1QU
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 23, 2021
advertisement
advertisement
করোনা অতিমারির কারণে গত দেড় বছরে বহু মানুষকে হারিয়েছে এই পৃথিবী। তাঁদের উদ্দেশে সমবেদনা জানিয়েই শুরু হয় এ বারের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। নীরবতা পালন করা হয় তাঁদের জন্য। দর্শকহীন স্টেডিয়ামে একে একে প্রত্যেকটি দেশ পতাকা হাতে অংশগ্রহণ করে মার্চপাস্টে ৷ প্যারেডে অংশ নেওয়া মোট ২০৫টি দেশের মধ্যে ভারত ছিল ২১ নম্বরে ৷ ভারতের হয়ে পতাকা ধরেছিলেন বক্সার মেরি কম এবং হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং। ভারতীয় খেলোয়াড়রা খাকি রঙের পোশাক পরে মার্চ পাস্টে অংশ নেন। তাঁদের গায়ে ছিল নীল রঙের ব্লেজার। ভারত থেকে মোট ১২৭ জন প্রতিযোগী টোকিও অলিম্পিকে অংশ নিয়েছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 23, 2021 6:12 PM IST

