Tokyo Olympics 2020: ফের এক তারকা নাম তুললেন,চোটের জন্য নেই দু‘বারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন Andy Murray

Last Updated:

২০১২লন্ডন, ২০১৬ রিও - দু‘বারের চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে(Andy Murray) খেলবেন না টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics 2020) সিঙ্গলসে৷

#টোকিও: ২ বারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন  ব্রিটেনের অ্যান্ডি মারে (Andy Murray) টোকিও অলিম্পিক্স ২০২০ (Tokyo Olympics 2020) থেকে নাম তুলে নিলেন৷  উরুতে চোটের কারণে টেনিসে পুরুষদের সিঙ্গলস (men's singles) থেকে নাম তুলে নিলেন তিনি৷ শনিবার জো স্যালিসবরিকে সঙ্গী করে পুরুষ ডাবলসের প্রথম রাউন্ডে জয় পান৷ কানাডার ফেলিক্স আউগের ও অ্যালিসিমেকে হারান তিনি৷
সিঙ্গলস থেকে নাম তুললেও তিনি ডাবলসে খেলবেন৷ তবে তাঁর চিকিৎসকরা দুটি ইভেন্টেই তাঁকে না খেলার পরামর্শ দিয়েছিলেন৷ মারে নিজের বিবৃতিতে জানিয়েছেন, ‘‘ আমি নাম তুলে নেওয়ায় খুবই হতাশ, কিন্তু মেডিক্যাল স্টাফরা আমায় দুটি ইভেন্টেই না খেলার পরামর্শ দিয়েছেন৷’’
তিনি আরও জানিয়েছেন, ‘‘ আমি সিঙ্গলস থেকে নাম তুলে নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছি কিন্তু জো-র সঙ্গে ডাবলসের জন্য ফোকাস করছি৷’’
advertisement
advertisement
মারে লন্ডন ২০১২ তে প্রথমবার পুরুষদের সিঙ্গলসে অলিম্পিক্সে সোনা জেতেন, এবং চার বছর বাদে রিওতেও নিজের সেরার খেতাব ধরে রাখেন৷
তিনটি গ্র্যান্ডস্ল্যামের বিজেতা অ্যান্ডি মারে নিতম্বে বড়সড় সার্জারির পর খেলায় ফেরার জন্য কঠিন লড়াই করছেন৷ জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে করোনা ভাইরাসের জন্য খেলতে পারেননি৷ গত মাসে উইম্বলডনে তিনি পরপর ম্যাচ জেতেন গত চার বছরে প্রথমবার৷
advertisement
টেনিসে প্রথম দিনে স্যালিসবুরে -র সঙ্গে ডাবলসে জয় পান৷ তাঁরা দ্বিতীয় বাছাই ফরাসি জুটিকে হারান৷ দ্বিতীয় রাউন্ডে তাঁরা জার্মান জুটি কেভিন কারউইতেজ ও টিম পুয়েৎজের বিরুদ্ধে৷
এবার সিঙ্গলস ও ডাবলসে যদি জিততেন তাহলে ১৯৮৮ -র পর কেউ টেনিসে চারটি অলিম্পিক্স পদক পেতেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics 2020: ফের এক তারকা নাম তুললেন,চোটের জন্য নেই দু‘বারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন Andy Murray
Next Article
advertisement
Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
  • আদালতে হাজির হয়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন জীবনকৃষ্ণ

  • জামিনের আবেদন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

  • ‘মোবাইল ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি’, জীবনকৃষ্ণ

VIEW MORE
advertisement
advertisement