Tokyo Olympics 2020: ২০০৮-র পর ১৩ বছর পার অলিম্পিক্সের মঞ্চে জাতীয় সঙ্গীত, দেখুন শিহরণ জাগানো দুই মুহূর্ত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বেজিং থেকে টোকিও ১৩ বছরের ব্যবধান রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধিনায়ক বেজে উঠল, চোখের জলে ভিজল ১৫০ মানুষের মন৷
#টোকিও: ভারতের জন্য শনিবার ৭ অগাস্ট গৌরবের দিন৷ পাশাপাশি সেটা খুশিতে ভরা৷ পুরো দেশ অধীর আগ্রহে যে মুহূর্তের জন্য অপেক্ষা করছিল সেই মুহূর্ত এল৷ টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics) জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া (Neeraj Chopra) ইতিহাস তৈরি করলেন৷ ১০০ বছরে প্রথমবার ভারত থেকে কেউ অ্যাথলেটিক্সে (ট্র্যাক অ্যান্ড ফিল্ডে) পদক জয় করল৷ পাশাপাশি এদিনের এই মুহূর্তে আরও বিশেষ হল কারণ ১৩ বছর বাদে অলিম্পিক্সে মঞ্চে বাজল জাতীয় সঙ্গীত৷
হরিয়ানার পানিপথের বাসিন্দা আর্মি ম্যান নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো (Javelin Throw) তে সোনা জিতল৷ এটা টোকিও অলিম্পিক্সে ভারতের প্রথম ব্যক্তিগত ইভেন্টে ওভারঅল দ্বিতীয় সোনার পদক৷ এঁর আগে বেজিং এ অভিনব বিন্দ্রা (Abhinav Bindra) ২০০৮ সালে অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন৷ যা ভারতের হয়ে প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনা ছিল৷
advertisement
advertisement
এবার যখন ভারতীয় অ্যাথলিটরা একের পর এক পদক জিতছিলেন তখন সমস্ত দেশবাসীরা সকলেই চাইছিলেন দেড়শো কোটির দেশে সোনা আসুক৷ শনিবারের বারবেলায় নিজের অতি চমৎকার পারফরম্যান্সে দেশের মানুষের ইচ্ছা পূরণ করলেন৷
Golden Medal Ceremony For those who missed the golden moment!!!!🥇🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😍😍😍😍🥳@Neeraj_chopra1 #Tokyo2020#WeAreTeamIndia #Gold VC: Sony Ten1 pic.twitter.com/v64HcGOuco
— ಹೆಸರಲ್ಲಿ ಏನಿದೆ ಬಿಡಿ! (@Kanasugarthi) August 7, 2021
advertisement
নীরজ চোপড়া অ্যাথলেটিক্সে অলিম্পিক পদক জয়ী প্রথম খেলোয়াড় হলেন৷ নীরজ চোপড়া ফাইনালে ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়েছিলেন৷ আর তাতেই সোনা নিশ্চিত হয়ে যায় তাঁর৷ ফাইনালে কোনও অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj chopra javelin thrower) কাছারাছিও ছুঁড়তে পারেননি৷ নীরজ চোপড়া একমাত্র যে ৮৭ মিটারের বেশি ছুঁড়েছিল৷ চেক প্রজাতন্ত্রের দুই খেলোয়াড় রূপো ও ব্রোঞ্জ পান৷
advertisement
ভারতীয় সেনায় কর্মরত নীরজ অলিম্পিক্সের শুরুতেই পদকের দাবিদার মনে করা হচ্ছিল৷ ২৩ বছরের অ্যাথলিট নিজের প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল৷ যোগ্যতা অর্জন পর্বে নিজের প্রথম অ্যাটেম্পটে ৮৬.৫৯ ছুঁড়েছিলেন তিনি৷ তিনি গ্রুপ থেকে শীর্ষে থেকে ফাইনালে পৌঁছেছিলেন৷ ফাইনালে প্রথমবারেই ৮৭.০৩ মিটার ছুঁড়ে প্রথম স্থান ধরে রেখেছিলেন তিনি৷ ভারত একশ বছর প্রথমবার অ্যাথলেটিক্সে অংশ নিয়েছিল আর তারপর ২০১৬ অবধি কখনও এই বিভাগে পদক পায়নি৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 07, 2021 9:44 PM IST