Rafael Nadal season : চোটের কারণে এই মরশুমে ছিটকে গেলেন নাদাল

Last Updated:

চোটের কবলে নাদাল। এতটাই গুরুতর যে ২০২১ মরশুমে আর দেখা যাবে না এই স্প্যানিশ তারকাকে। অর্থাৎ এই মাসে শুরু হতে চলা ইউএস ওপেনে তিনি নামবেন না

তিনি টুইটারে লেখেন 'আমি সবাইকে জানাতে চাইছি যে আমি ২০২১ সিজন এখানেই শেষ করছি।' তবে এই প্রথম নয়। এর আগেও এই পায়ের চোট তাকে অনেক অসুবিধায় ফেলেছিল। এর জেরেই ফ্রেঞ্চ ওপেনে নোভাক জোকোভিচের কাছে সেমি ফাইনালে হেরে গিয়েছিলেন তিনি। নাদাল আরো বলেন ' আমি এই পায়ের চোট নিয়ে অনেক ভুগছি এবং আমার কিছু সময় দরকার এই চোট সরিয়ে ওঠার জন্য। পরের কিছু বছর ভাল করে খেলার জন্য আমায় এই চোট সরিয়ে উঠতেই হবে।'
advertisement
তিনি আরো জানান যে তিনি সবরকমের চেষ্টা করবেন এই চোট সরিয়ে ওঠার এবং এর জন্য যা যা করার দরকার তিনি তাই করবেন। নাদাল বিশ্বাস করেন তার পায়ের এই চোট তিনি সরিয়ে উঠতে পারবেন। এর জন্য তিনি কঠোর পরিশ্রম করতেও রাজি আছেন। অন্যদিকে ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন রজার ফেডেরার ও হাঁটুর চোটের জন্য ইউ এস ওপেনে নামবেন না। এই নিয়ে টানা দ্বিতীয় বারের জন্য নাদাল-ফেডেরার ইউ এস ওপেনে নামবেন না।
advertisement
advertisement
আগের বছর করোনা সংক্রান্ত কারণে নাদাল নিজের নাম সরিয়ে নেন এই হার্ড কোর্ট টেনিস টুর্নামেন্ট থেকে। ফেডেরার চিকিৎসার জন্য নাম প্রত্যাহার করেন। গত বছরের ইউ এস ওপেন চ্যাম্পিয়ন ডোমিনিক থিয়েম এবছর কব্জির চোটের জন্য আগেই এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তবে নোভাক জোকোভিচ এই টুর্নামেন্টে অংশ নেবেন। তাকেই এবারের ফেভারিট হিসেবে ধরা হচ্ছে। ৩০ শে আগস্ট থেকে শুরু হচ্ছে এবারের ইউএস ওপেন। চলবে ১২ই সেপ্টেম্বর পর্যন্ত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rafael Nadal season : চোটের কারণে এই মরশুমে ছিটকে গেলেন নাদাল
Next Article
advertisement
Haryana Serial Killer Arrested: নিজের থেকে দেখতে সুন্দর লাগলেই জলে ডুবিয়ে খুন, হরিয়ানার পুনমের শিকার তিন বালিকা! ছাড়েনি নিজের ছেলেকেও
নিজের ছেলে সহ ৪ শিশুকে জলে ডুবিয়ে খুন,ছ বছরের ভাইঝিকে হত্যার পর জালে সিরিয়াল কিলার পুনম!
  • নিজের ছেলে সহ চারটি শিশুকে জলে ডুবিয়ে খুন৷

  • হরিয়ানায় পুলিশের জালে সিরিয়াল কিলার পুনম৷

  • ভাইঝিকে খুনের পরই গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement