চার মাসে ভোল পাল্টে ফেললেন সানিয়া মির্জা, ছবি দেখে চমকে যাচ্ছেন নেটিজেনরা

Last Updated:

সেই মাতৃত্বের সময়ে অনেকটা ওজন বেড়ে গিয়েছিল সানিয়ার৷ ফিটনেস লেভেল কমে গিয়েছিল৷ তাই নতুন চ্যালেঞ্জ নিয়ে নিজেকে আমূল পাল্টে ফেললেন তিনি৷

#ইসলামাবাদ: তিনি টেনিসের গ্ল্যমার কুইন৷ কয়েকদিন আগে মা হয়েছিলেন সানিয়া মির্জা৷ সেই মাতৃত্বের সময়ে অনেকটা ওজন বেড়ে গিয়েছিল সানিয়ার৷ ফিটনেস লেভেল কমে গিয়েছিল৷ তাই নতুন চ্যালেঞ্জ নিয়ে নিজেকে আমূল পাল্টে ফেললেন তিনি৷ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করলেন৷ একপাশে চারমাস আগের ছবি, অন্যপাশে সাম্প্রতিক৷ সেখানে দেখা যাচ্ছে, অনেকটা রোগা হয়ে গিয়েছেন সানিয়া৷ কীভাবে এত তাড়াতাড়ি ওজন ঝরিয়ে ফেললেন তিনি? নিজেই লিখেছেন সেই গল্প৷
‘৮৯ থেকে ৬৩....আমাদের সবার নানারকম লক্ষ্য থাকে৷ রোজকার লক্ষ৷ মাত্রা বা দীর্ঘদিনের পরিকল্পনা৷ প্রতিটা পেরিয়েই আমরা নিজেদের জন্য গর্ববোধ করি৷ আমার লক্ষ্যমাত্রায় পৌঁছতে সময় লাগল চার মাস৷ সন্তান জন্মানোর পর আবার আগের মতো ফিটনেসে ফিরে আসতে৷ মনে হচ্ছে আবার কঠিন লড়াইয়ের মুখোমুখি হওয়ার আগের প্রস্তুতি পর্বে অনেকটা পথ লড়াই করে এসেছি৷ আপনারাও নিজেদের স্বপ্নের পিছনে ছুটুন৷ লোকে যদি বলে, পারবেন না, আমল দেবেন না৷ কারণ, ঈশ্বর জানেন, এদের মধ্যে কজন সত্যি আমাদের পাশে আছেন৷ আর একটা কথা, আমি যদি পারি, আপনিও পারবেন৷ বিশ্বাস করুন৷’ মানে চার মাসে একেবারে ২৬ কেজি ওজন কমিয়েছেন সানিয়া৷
advertisement
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
চার মাসে ভোল পাল্টে ফেললেন সানিয়া মির্জা, ছবি দেখে চমকে যাচ্ছেন নেটিজেনরা
Next Article
advertisement
Haryana Serial Killer Arrested: নিজের থেকে দেখতে সুন্দর লাগলেই জলে ডুবিয়ে খুন, হরিয়ানার পুনমের শিকার তিন বালিকা! ছাড়েনি নিজের ছেলেকেও
নিজের ছেলে সহ ৪ শিশুকে জলে ডুবিয়ে খুন,ছ বছরের ভাইঝিকে হত্যার পর জালে সিরিয়াল কিলার পুনম!
  • নিজের ছেলে সহ চারটি শিশুকে জলে ডুবিয়ে খুন৷

  • হরিয়ানায় পুলিশের জালে সিরিয়াল কিলার পুনম৷

  • ভাইঝিকে খুনের পরই গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement