চার বছরের জন্য অলিম্পিক্সে নেই রাশিয়া, ডোপিংয়ের দায়ে নেমে এল শাস্তি

Last Updated:

২০২০সালে টোকিও অলিম্পিক্সে বাজবে না তাদের জাতীয় সঙ্গীত উড়বে না তাদের পতাকা

#নয়াদিল্লি : ২০২০ অলিম্পিক্সে নেই রাশিয়া ৷ একইসঙ্গে খেলা হবে না ২০২২ বিশ্বকাপে ৷ ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি রাশিয়াকে সমস্ত বড় স্পোর্টিং ইভেন্ট থেকে নির্বাসিত করেছে ৷ ডোপিংয়ের দায়ে এত বড় শাস্তি পাচ্ছে রাশিয়া ৷ এরজন্য ২০২০সালে টোকিও অলিম্পিক্সে বাজবে না তাদের জাতীয় সঙ্গীত উড়বে না তাদের পতাকা ৷
তবে যে ক্রীড়াবিদরা ডোপিং থেকে নিজেদের মুক্ত প্রমাণ করতে পারবেন তারা নিউট্রাল ফ্ল্যাগের তলায় খেলতে পারবেন অ্যাথলিটরা ৷ ওয়াডা-র এক্সিকিউটিভ কমিটি সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে ৷ সুইৎজারল্যান্ডে লাউসানেতে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে ৷
২০১৯ সালের জানুয়ারিতে একটি তদন্তে উঠে আসে রাশিয়ার অ্যান্টি ডোপিং এজেন্সি ডোপ টেস্টের ফলাফল ম্যানিপুলেট করছে ৷ এই তদন্তের রিপোর্টে ওয়াডায় যায় ৷ আসলে ওয়াডা এই বিষয় নিয়ে একেবারে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী ৷
advertisement
advertisement
২০১৮ সালের উইন্টার অলিম্পিক্সে ১৬৮ জন অ্যাথলিট লড়াই করেছে নিউট্রাল ফ্ল্যাগের তলায় ৷ ২০১৪- সোশি গেমসেও তারা নির্বাসিত ছিল ৷ অ্যাথলেটিক্সে ২০১৫ থেকে দেশ হিসেবে লড়তে পারে না রাশিয়া ৷
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
চার বছরের জন্য অলিম্পিক্সে নেই রাশিয়া, ডোপিংয়ের দায়ে নেমে এল শাস্তি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement