#Viral: ‘ও এখন আমার বোনের সঙ্গে শুয়ে রয়েছে!’ - অধিনায়কের উত্তরে সোশ্যাল মিডিয়া উত্তাল ...

Last Updated:

এই ভিডিও এখন ভাইরাল ...

#কেপটাউন :  ক্রিকেট মাঠে জমজমাট ক্রিকেট ম্যাচ ৷ জোরকদমে খেলা হচ্ছে ৷ খেলার সাক্ষাৎকারে উঠে এল প্রশ্ন , দাদা আপনার দলের ওমুক ক্রিকেটার কেন নেই ? সঙ্গে সঙ্গে অধিনায়কের জবাব ‘ও এখন আমার বোনের সঙ্গে শুয়ে রয়েছে ৷’ আরে না না কোনও পাড়ার ক্রিকেটের রঙ্গরসিকতা নয় ৷ একেবার তারকাদের ক্রিকেটেই এই ঘটনা ঘটেছে আর যা নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া ৷
আর এই কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসি৷ তবে খেলাটা দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে ছিল না ৷ দক্ষিণ আফ্রিকার টি-২০ টুর্নামেন্ট জানসি সুপার লিগ ২০১৯ খেলা ছিলপার্ল রকস্‌ এবং নেলসন ম্যান্ডেলা বে জায়ান্টসের মধ্যে ৷ টসে বে জায়ান্টসের কাছে হারে ফ্যাফ ডু প্লেসির পার্ল রকস ৷ তখন দলে কেন ক্রিকেটার পরিবর্তন করা হয়েছে প্রশ্নে ডুপ্লেসির সাফ জবাব ছিল , ‘ভিলিওন এখন আমার বোনের সঙ্গে শুয়ে আছে৷ ’ যতই বিদেশ হোক এরকম জবাব নিঃসন্দেহে চমকপ্রদ ৷ আসলে আর কিছুই নয় এই ম্যাচের একদিন আগে ডুপ্লেসির বোনের সঙ্গে বিয়ে হয়েছে ভিলিওনের ৷
advertisement
advertisement
আসলে প্রোটিয়া এই তারকা রীতিমতো রসিক আগেও জানা ছিল তবে এবারের উত্তর কার্যত সৌরভের আউটস্টেপ ছয় -পুরো যেন বাপি বাড়ি যা ৷দেখে নিন সেই মজার উত্তর ৷
advertisement
advertisement
advertisement
সবমিলিয়ে পরিস্থিতি রীতিমতো সরগরম ৷
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
#Viral: ‘ও এখন আমার বোনের সঙ্গে শুয়ে রয়েছে!’ - অধিনায়কের উত্তরে সোশ্যাল মিডিয়া উত্তাল ...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement