বয়ফ্রেন্ড ও তার বন্ধুরা মিলে দু'মাস ধরে লাগাতার গ্যাংরেপ, ১৭ বছরের কিশোরীকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হল...

Last Updated:
হায়দরাবাদে-র ছায়া এবার আগরতলায়...
1/6
হায়দরাবাদ-উন্নাও থেকে ত্রিপুরা নারী নির্যাতনের ছবিটা একইরকম নক্কারজনক ৷ ত্রিপুরায় ১৭ বছরের কিশোরীকে দু''মাস ধরে আটকে রাখার পর আগুনে জ্বালিয়ে দেওয়া হল ৷ এবারের ঘটনাস্থল ত্রিপুরার আগরতলা৷ ৯০ শতাংশ পোড়া নিয়ে ভর্তি হওয়া মেয়েটি ইতিমধ্যেই হাসাপাতালেই মারা গিয়েছে ৷ Photo- Representive
হায়দরাবাদ-উন্নাও থেকে ত্রিপুরা নারী নির্যাতনের ছবিটা একইরকম নক্কারজনক ৷ ত্রিপুরায় ১৭ বছরের কিশোরীকে দু''মাস ধরে আটকে রাখার পর আগুনে জ্বালিয়ে দেওয়া হল ৷ এবারের ঘটনাস্থল ত্রিপুরার আগরতলা৷ ৯০ শতাংশ পোড়া নিয়ে ভর্তি হওয়া মেয়েটি ইতিমধ্যেই হাসাপাতালেই মারা গিয়েছে ৷ Photo- Representive
advertisement
2/6
আগরতলার GBP হাসাপাতালে মেয়েটির মৃত্যুর পরেই জনরোষে পরেন অভিযুক্ত আজয় রুদ্রপাল ৷ অভিযোগ দু‘মাস আগে মেয়েটিকে বিয়ে করার নাম করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় অভিযুক্ত যুবক ৷ Photo- Representive
আগরতলার GBP হাসাপাতালে মেয়েটির মৃত্যুর পরেই জনরোষে পরেন অভিযুক্ত আজয় রুদ্রপাল ৷ অভিযোগ দু‘মাস আগে মেয়েটিকে বিয়ে করার নাম করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় অভিযুক্ত যুবক ৷ Photo- Representive
advertisement
3/6
সেখানেই লাগাতার দু'মাস ধরে মেয়েটি তাঁর বয়ফ্রেন্ড ও তাঁর বন্ধুদের যৌনলালসার শিকার হয় ৷ এই সময়ে নিয়মিত গ্যাংরেপ হত কিশোরীরর সঙ্গে ৷ এরপর পরিস্থিতি আরও খারাপ দিকে মোড় নেয় ৷ ,Photo- Representive
সেখানেই লাগাতার দু'মাস ধরে মেয়েটি তাঁর বয়ফ্রেন্ড ও তাঁর বন্ধুদের যৌনলালসার শিকার হয় ৷ এই সময়ে নিয়মিত গ্যাংরেপ হত কিশোরীরর সঙ্গে ৷ এরপর পরিস্থিতি আরও খারাপ দিকে মোড় নেয় ৷ ,Photo- Representive
advertisement
4/6
মেয়েটির বাড়ি থেকে তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করা হযলে তার পরিবারকে ৫০ হাজার টাকা দিতে বলা হয় ৷ এরপরে কোনওক্রমে শুক্রবার মেয়েটির পরিবার থেকে ১৭ হাজার টাকার যোগাড় হয়েছে জানানো হয় ৷ এরপরেই রাগে মেয়েটির গায়ে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত প্রেমিক ও তাঁর মা ৷ ,Photo- Representive
মেয়েটির বাড়ি থেকে তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করা হযলে তার পরিবারকে ৫০ হাজার টাকা দিতে বলা হয় ৷ এরপরে কোনওক্রমে শুক্রবার মেয়েটির পরিবার থেকে ১৭ হাজার টাকার যোগাড় হয়েছে জানানো হয় ৷ এরপরেই রাগে মেয়েটির গায়ে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত প্রেমিক ও তাঁর মা ৷ ,Photo- Representive
advertisement
5/6
সোশ্যাল মিডিয়ার সূত্প ধরে যুবকের সঙ্গে কিশোরীর আলাপ ৷ এরপরেই মেয়েটির বাড়িতে এসে তাঁকে বিয়ের প্রস্তাব দেয় সে ৷ দিওয়ালির সময় তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় ৷ তারপর মুক্তিপণের দাবি একাধিকবার জানায় সে ৷ এরমধ্যে টাকা না পেয়ে মেয়েটির সঙ্গে লাগাতার চলতে থাকে গণধর্ষণের ঘটনা ৷ Photo- Representive
সোশ্যাল মিডিয়ার সূত্প ধরে যুবকের সঙ্গে কিশোরীর আলাপ ৷ এরপরেই মেয়েটির বাড়িতে এসে তাঁকে বিয়ের প্রস্তাব দেয় সে ৷ দিওয়ালির সময় তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় ৷ তারপর মুক্তিপণের দাবি একাধিকবার জানায় সে ৷ এরমধ্যে টাকা না পেয়ে মেয়েটির সঙ্গে লাগাতার চলতে থাকে গণধর্ষণের ঘটনা ৷ Photo- Representive
advertisement
6/6
দক্ষিণ ত্রিপুরার এসপি জয় সিং মীনা জানিয়েছেন অভিযুক্তকে গ্রেফতার করে শান্তিরবাজার পুলিশ থানায় নিয়ে আসা হয়েছে৷ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে ৷ Photo- Representive
দক্ষিণ ত্রিপুরার এসপি জয় সিং মীনা জানিয়েছেন অভিযুক্তকে গ্রেফতার করে শান্তিরবাজার পুলিশ থানায় নিয়ে আসা হয়েছে৷ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে ৷ Photo- Representive
advertisement
advertisement
advertisement