প্যারিস: ক্লে কোর্টের রাজাকেও হার স্বীকার করতেই হল ৷ এই প্রথমবার ফরাসি ওপেনের সেমিফাইনালে হেরে বিদায় নিলেন রাফায়েল নাদাল ৷ জোকোভিচের বিরুদ্ধে খেলার ফল ৬-৩, ৩-৬, ৬-৭, ২-৬।
একমাত্র প্রথম সেটেই এদিন স্বমেজাজে দেখা গিয়েছিল নাদালকে ৷ ৬-৩-এ সেট জিতেও নেন তিনি ৷ কিন্তু তারপরেই ম্যাচে দাপট শুরু জোকারের ৷ তৃতীয় সেটে হাড্ডাহাড্ডির লড়াই হলেও চতুর্থ সেটে ২-৬-তে জিতে জয় নিশ্চিত করেন সার্বিয়ান তারকা জোকোভিচ ৷
করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে করতে হাঁপিয়ে ওঠা মানুষ শুক্রবার স্বস্তি পেয়েছেন ফরাসি ওপেনের সেমিফাইনালে রাজায় রাজায় যুদ্ধ দেখে।
Celebration beyond earned 🥳#RolandGarros | @DjokerNole pic.twitter.com/8sofzbEaXK
— Roland-Garros (@rolandgarros) June 11, 2021
এদিনের ম্যাচের আগে ফরাসি ওপেনে ১৩ বার সেমিফাইনাল খেলেছেন নাদাল। কখনও হারেননি তিনি। তবে এ বার আর পারলেন না। জোকোভিচ থামিয়ে দিলেন নাদালের জয় যাত্রা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Novak Djokovic