হোম /খবর /খেলা /
রোলা গাঁরোয় ইন্দ্রপতন!প্রথম বার সেমিফাইনালে হেরে ফরাসি ওপেন থেকে বিদায় নাদালের

French Open 2021: রোলা গাঁরোয় ইন্দ্রপতন! প্রথম বার সেমিফাইনালে হেরে ফরাসি ওপেন থেকে বিদায় নাদালের

Photo Courtesy: Roland-Garros/Twitter Handle

Photo Courtesy: Roland-Garros/Twitter Handle

জোকোভিচ থামিয়ে দিলেন নাদালের জয় যাত্রা।

  • Last Updated :
  • Share this:

প্যারিস: ক্লে কোর্টের রাজাকেও হার স্বীকার করতেই হল ৷ এই প্রথমবার ফরাসি ওপেনের সেমিফাইনালে হেরে বিদায় নিলেন রাফায়েল নাদাল ৷ জোকোভিচের বিরুদ্ধে খেলার ফল  ৬-৩, ৩-৬, ৬-৭, ২-৬।

একমাত্র প্রথম সেটেই এদিন স্বমেজাজে দেখা গিয়েছিল নাদালকে ৷ ৬-৩-এ সেট জিতেও নেন তিনি ৷ কিন্তু তারপরেই ম্যাচে দাপট শুরু জোকারের ৷ তৃতীয় সেটে হাড্ডাহাড্ডির লড়াই হলেও চতুর্থ সেটে ২-৬-তে জিতে জয় নিশ্চিত করেন সার্বিয়ান তারকা জোকোভিচ ৷

করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে করতে হাঁপিয়ে ওঠা মানুষ শুক্রবার স্বস্তি পেয়েছেন ফরাসি ওপেনের সেমিফাইনালে রাজায় রাজায় যুদ্ধ দেখে।

এদিনের ম্যাচের আগে ফরাসি ওপেনে ১৩ বার সেমিফাইনাল খেলেছেন নাদাল। কখনও হারেননি তিনি। তবে এ বার আর পারলেন না। জোকোভিচ থামিয়ে দিলেন নাদালের জয় যাত্রা।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Novak Djokovic