PV Sindhu : সাইনা, শ্রীকান্তদের ছাড়াই টোকিওতে চ্যালেঞ্জ নিচ্ছেন সিন্ধু

Last Updated:

এবার সাইনা নেওয়াল, কিদাম্বি শ্রীকান্ত অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেননি। সিন্ধু পেরেছেন। এবারের ভারতের ব্যাডমিন্টন দলের চার সদস্যের মধ্যে তিনিই একমাত্র মহিলা।

এবার সাইনা নেওয়াল, কিদাম্বি শ্রীকান্ত অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেননি। সিন্ধু পেরেছেন। এবারের ভারতের ব্যাডমিন্টন দলের চার সদস্যের মধ্যে তিনিই একমাত্র মহিলা। সাই প্রণীত, সাইরাজ, চিরাগ শেঠিদের মত তরুণরা ভারতীয় পুরুষ বিভাগে রয়েছেন। সিন্ধু মনে করেন চাপ নেওয়ার প্রশ্ন নেই। তবে আগের থেকে তিনি না চাইলেও তাঁর ওপর দায়িত্ব এবং প্রত্যাশা বেশি থাকবে। অতিরিক্ত না ভেবে নিজের স্বাভাবিক খেলাটা তুলে ধরাই প্রধান চ্যালেঞ্জ।
advertisement
পাশাপাশি শেষ কয়েক মাস নিজের খেলার ধরণেও কিছুটা উন্নতি করতে চেষ্টা চালিয়েছেন তিনি। কোচের সঙ্গে বিভিন্ন ম্যাচ সিচুয়েশন তৈরি করে প্র্যাকটিস চালিয়েছেন। আশাবাদী টোকিওতে নতুন অস্ত্র নিয়েই কোর্টে নামতে পারবেন। সাইনা এবং শ্রীকান্ত কোয়ালিফাই করতে না পারায় কিছুটা হতাশ সিন্ধু। কারণ দুজনেই অভিজ্ঞতা শাটলার। তবে তিনি মনে করেন করোনার কারণেও এই প্রতিযোগীদের অনেক অসুবিধা হয়েছে। অনিশ্চয়তায় কাটাতে হয়েছে অনেকটা সময়। ফলে প্রস্তুতি মার খেয়েছে।
advertisement
advertisement
নিন্দুকেরা বলেন তাঁর সঙ্গে নাকি সাইনার একটা ঠান্ডা লড়াই আছে। তা থাকতেই পারে। মুখে অন্তত সেটা বুঝতে দিতে চান না সিন্ধু। সাইনাকে তিনি মিস করবেন জানিয়েছেন। পাশাপাশি মহিলা ব্যাডমিন্টনে বিশ্বের এক নম্বর তারকা ক্যারোলিনা মারিন চোটের কারণে এবার অলিম্পিকে নেই। স্প্যানিশ এই খেলোয়াড়ের কাছে হেরেই রুপো জিতেছিলেন সিন্ধু।
ক্যারোলিনা না থাকায় হয়তো কিছুটা সুবিধা হয়েছে তাঁর। কিন্তু সিন্ধু জানিয়েছেন নিজের অত্যন্ত প্রিয় বন্ধু মারিনকে মিস করবেন তিনি। মারিন থাকলে শুধু তিনি নন, বাকি সকলের ওপরই অতিরিক্ত চাপ থাকে মেনে নিয়েছেন ভারতীয় ব্যাডমিন্টনের সবচেয়ে বড় ভরসা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
PV Sindhu : সাইনা, শ্রীকান্তদের ছাড়াই টোকিওতে চ্যালেঞ্জ নিচ্ছেন সিন্ধু
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement