Maria Andrejczyk: আট মাসের অচেনা শিশুর চিকিত্সার জন্য অলিম্পিক্স পদক বিক্রি অ্যাথলিটের

Last Updated:

Maria Andrejczyk: আট মাসের শিশুটিকে চেনেনই না। তবুও তার চিকিত্সার জন্য পদক বিক্রি করতে রাজি। আজকাল এমন কে করে!

আট মাস বয়সী শিশু। তিনি তাকে চেনেন না। তাতে কী! মানবিকতা বলে তো একটা ব্যাপার রয়েছে! তাই সেই শিশুর চিকিত্সার জন্য অলিম্পিক্সে জেতা পদক বিক্রি করতে রাজি হয়ে গেলেন পোলিশ জ্যাভেলিন থ্রোয়ার মারিয়া আন্দ্রেজিক।
পোল্যান্ডের এই জ্যাভলিন থ্রোয়ার টোকিও অলিম্পিক্সে রুপোর পদক জিতেছিলেন। আর সেই পদক এবার নিলামে তুলে ওই শিশুর অস্ত্রোপচারের জন্য অর্থ সংগ্রহ করলেন তিনি। পোল্যান্ডের এই জ্যাভলিন থ্রোয়ার টোকিও অলিম্পিক্সে রুপোর পদক জিতেছিলেন। আর সেই পদক এবার নিলামে তুলে ওই শিশুর অস্ত্রোপচারের জন্য অর্থ সংগ্রহ করলেন তিনি।
advertisement
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ওই আট মাসের শিশুর হৃদযন্ত্রে জটিল অস্ত্রোপচার হবে। তার জন্য অর্থ সংগ্রহ করলেন মারিয়া। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ওই আট মাসের শিশুর হৃদযন্ত্রে জটিল অস্ত্রোপচার হবে। তার জন্য অর্থ সংগ্রহ করলেন মারিয়া।
advertisement
ওই শিশুটির চিকিত্সার জন্য ভাতীয় মুদ্রায় প্রায় তিন কোটি টাকা প্রয়োজন। মারিয়া আন্দাজ করছেন, পদক বিক্রি করে তিনি অর্ধেক অর্থ সংগ্রহ করে ফেলতে পারবেন। ওই শিশুটির চিকিত্সার জন্য ভাতীয় মুদ্রায় প্রায় তিন কোটি টাকা প্রয়োজন। মারিয়া আন্দাজ করছেন, পদক বিক্রি করে তিনি অর্ধেক অর্থ সংগ্রহ করে ফেলতে পারবেন।
advertisement
নিলামে পোল্যান্ডের সুপার মার্কেট চেইন জাবকা মারিয়ার পদক কিনে নেয়। দাম দেয় ১ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার। এর পর অবশ্য মারিয়াকে চমকে দেয় ওই সংস্থা। রুপোর পদকটি তাঁকে ফিরিয়ে দেয় জাবকা। সেইসঙ্গে শিশুটির চিকিৎসার বিপুল পরিমাণ অর্থ তারাই অনুদান দেবে। বলে জানিয়ে দেয়। নিলামে পোল্যান্ডের সুপার মার্কেট চেইন জাবকা মারিয়ার পদক কিনে নেয়। দাম দেয় ১ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার। এর পর অবশ্য মারিয়াকে চমকে দেয় ওই সংস্থা। রুপোর পদকটি তাঁকে ফিরিয়ে দেয় জাবকা। সেইসঙ্গে শিশুটির চিকিৎসার বিপুল পরিমাণ অর্থ তারাই অনুদান দেবে। বলে জানিয়ে দেয়।
বাংলা খবর/ খবর/খেলা/
Maria Andrejczyk: আট মাসের অচেনা শিশুর চিকিত্সার জন্য অলিম্পিক্স পদক বিক্রি অ্যাথলিটের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement