‘‘ এই খেতাব সমালোচকদের উৎসর্গ কর আনন্দ ’’: গ্যারি কাসপারভ
Last Updated:
অভিনন্দনের সব টুইটগুলির মধ্যে অবশ্যই স্পেশ্যাল ছিল একজনের টুইট ৷ তিনি গ্যারি কাসপারভ
#রিয়াধ: চ্যাম্পিয়নদের কোনও বয়স হয় না ৷ চ্যাম্পিয়নরা কখনই ফুরিয়ে যান না ৷ রিয়াধে দাবার ‘টি২০’ ওয়ার্ল্ড র্যাপিড অ্যান্ড ব্লিটজ চ্যাম্পিয়নশিপ জিতে ফের তা প্রমাণ করলেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ ৷ ভ্লাদিমির ফেদোসিভকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর উচ্ছ্বাসে লাফিয়ে উঠেছিলেন আনন্দ স্বয়ং ৷ এমন ছবিও অতীতে খুব কমই দেখা গিয়েছে ৷ এতেই স্পষ্ট যে আনন্দের উপরও কতটা চাপ ছিল ৷
Viswanathan Anand (left) beat Vladimir Fedoseev in a two-game tie-break to win the World Rapid and Blitz Championship in Riyadh. Photo Courtesy: Getty Imagesadvertisement
টুইটারে আনন্দের জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে বিশ্বের প্রাক্তন এবং বর্তমান সব গ্র্যান্ডমাস্টাররাই আনন্দকে এদিন অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন ৷ অভিনন্দনের সব টুইটগুলির মধ্যে অবশ্যই স্পেশ্যাল ছিল একজনের টুইট ৷ তিনি গ্যারি কাসপারভ ৷ আনন্দের একসময়ের শত্রুই এদিন তাঁর জয়ে এমন উচ্ছ্বাস দেখাবেন, তা কেউ হয়তো আন্দাজই করতে পারেননি ৷ তিনি লিখেছেন, ‘‘ অভিনন্দন জানাই, ষাটের দশকে জন্ম নেওয়া দাবাড়ুকে বিশ্ব র্যাপিড খেতাব জেতার জন্য। আশা করি তুমি এই খেতাব তাদের উৎসর্গ করবে, যারা এক সময় তোমার কাছে জানতে চেয়েছিল কবে অবসর নেবে।’’
advertisement
advertisement
Congratulations to the man from the sixties, @vishy64theking, on his World Rapid title! I hope you dedicated this latest victory to everyone who has asked you when you were going to retire!
— Garry Kasparov (@Kasparov63) December 28, 2017
Congratulations @vishy64theking! You've proven your mettle time and again. Your tenacity inspires us. India is proud of your exemplary success at the World Rapid Chess Championship! — Narendra Modi (@narendramodi) December 29, 2017
advertisement
Congratulations Viswanathan Anand for winning the World Rapid Chess Championship. Such determined pursuit of excellence across decades makes you an inspiration for all of us. India is proud of you #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) December 29, 2017
advertisement
Heartiest congratulations to Vishwanathan Anand @vishy64theking for winning the World Rapid Chess Championship. We are proud of you. — Pranab Mukherjee (@CitiznMukherjee) December 29, 2017
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2017 1:36 PM IST

