প্রয়াত প্রধানমন্ত্রী বাজপেয়ীকে সোনা উৎসর্গ করলেন তরুণ নীরজ

Last Updated:
#জাকার্তা: ১৯৮২ সালে নয়াদিল্লিতে আয়োজিত এশিয়ান গেমসে জ্যাভিলন থ্রো ইভেন্টে একটি ব্রোঞ্জ পেয়েছিল ভারত ৷ সেটিই ছিল এতদিন পর্যন্ত ভারতের জ্যাভলিনের একমাত্র পদক ৷
তার ৩৬ বছর পর ফের পদক এল ,তাও আবার সোনা ৷ ৮৮.০৬ মিটার ছুঁড়ে শুধুই সোনাই পাননি নীরজ, একইসঙ্গে করেছেন নতুন জাতীয় রেকর্ড ৷ এটা নীরজ ছোঁড়েন নিজের তৃতীয় অ্যাটেম্পটে ৷ সোমবার প্রথমবার তিনি ৮৩.৪৬ মিটার ছুঁড়েছিলেন, তারপর দ্বিতীয় অ্যাটেম্পটি ফাউল হয় ৷ চিনের লিউ কুইজহেন দ্বিতীয় হয়েছেন ৮২.২২ মিটার ছুঁড়ে ৷ পাকিস্তানের আরশাদ নদিম ৮০.৭৫ মিটার ছুঁড়ে তৃতীয় হয়েছেন ৷
advertisement
NEERAJ-CHOPRA-creative
advertisement
কমনওয়েলথ গেমসে সোনাজয়ী নীরজ চোপড়া এর আগে এ মরশুমের সেরা ছিল ৮৭.৪৩ মিটার ৷ এদিন সেটাও টপকে যান তিনি ৷ তাঁর কোনও প্রতিপক্ষ এ মরশুমে ৮৫ মিটার এর আগে ছুঁড়তে পারেনি ৷
তবে এশিয়ান গেমসে তাঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চাইনিজ তাইপেইয়ের চাও সান চেং মাত্র ৭৯.৮১ মিটারে জ্যাভলিন ছুঁড়তে পেরেছেন ৷ অথচ এর সেরা পারফরম্যান্স ৯১.৩৬ মিটার ৷
advertisement
এদিকে নিজের এই সোনা সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে উৎসর্গ করেছেন তিনি ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
প্রয়াত প্রধানমন্ত্রী বাজপেয়ীকে সোনা উৎসর্গ করলেন তরুণ নীরজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement