মহিলারা কেন সেক্সি সেলফি’ তোলে জানেন
Last Updated:
#নয়াদিল্লি : আজকের দিনে নিজেকে সবচেয়ে ভালো করে প্রকাশ করার সহজতম পদ্ধতি হচ্ছে সেলফি ৷ পুরোন ধাঁচের ছবি তোলাকে একধাক্কায় পিছনে ফেলে দিয়ে সেলফি-র রমরমা ৷
সোশ্যাল মিডিয়ায় এখন সেলফির রমরমা ৷ আপনার যেকোনও প্রোফাইলে একবার স্ক্রোলডাউন করলেই দেখবেন বেশ কয়েকখানা সেলফি ৷ কিন্তু হঠাৎ করেই কী এত সেলফির রমরমা ৷ সময়-সুযোগ পেলেই দু -চারখানা ছবি তুলে নেওয়া যাক এরকম কী হয় ৷
না বিষয়টা কিন্তু এত সহজ নয় ৷ এর শিকড় রয়েছে অনেক গভীরে ৷ সম্প্রতি একটি রিসার্চ হয়েছে যার শীর্ষক -'Economic inequality drives female sexualization' সোজা কথায় ‘অর্থনৈতিক বৈষম্য মহিলাদের যৌন বিপণনের প্রকাশ আরও বাড়িয়ে দেয় ৷ ’ এই সমীক্ষাপত্র প্রকাশিত হয়েছে প্রসিডিংস অফ দ্য ন্যাশানাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস (PNAS) ৷ তারা বলছেন অর্থৈনতিক বৈষম্য ঘোচাতেই মহিলারা নিজেদের সৌন্দর্যে যৌনতার প্রকাশের মোক্ষম অস্ত্রটি ব্যবহার করেন ৷
advertisement
advertisement
পুরুষরা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের জন্য রোজকার জীবনে যেভাবে দাপট দেখান সেটার থেকে মুক্তি পেতেই এই পথে আনাগোনা মেয়েদের ৷ যে দেশে মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা বেশি সেখানকার মেয়েদের মধ্যে এভাবে সেক্সি সেলফি তোলার ট্রেন্ড খুব একটা বেশি দেখা যায় না ৷
advertisement
এই সমীক্ষার অন্যতম রিসার্চার খানদিস ব্লেকের মতে যখন অল্প বয়সী মেয়ে ক্যামেরার সামনে ইচ্ছাকৃতভাবে নিজের বিকিনি ঠিক করে তখন কোথাও তার মনে পুরুষশাসিত সমাজের দম্ভকে ভেঙে দেওয়ার একটা মরিয়া চেষ্টা থাকে ৷
Location :
First Published :
August 27, 2018 8:15 PM IST