Mayor Gold medal : সোনার পদক কামড়ে ফেললেন মেয়র, ব্যাপক সমালোচনা জাপানে

Last Updated:

Nagoya Mayor Takashi Kawamura bites Olympic gold medal . জাপানের সফটবলে সোনাজয়ী মিউ গোতোর পদকটি আনন্দের চোটে কামড়ে ফেলেছেন তাঁর শহরের মেয়র।পদকটি নষ্ট হয়ে গিয়েছে

পদকটি নষ্ট হয়ে গিয়েছে। গোতো সোনার পদকটি দেখাতে নিয়ে গিয়েছিলেন তাঁর শহর নাগোয়ার মেয়র তাকাশি কাওয়ামুরাকে। হঠাৎই পদকটি মুখে দিয়ে কামড়ে ফেলেন কাওয়ামুরা। পদকটি নষ্ট হয়ে যায়। নেটমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন কাওয়ামুরা। তিনি ক্ষমা চেয়ে নেন। কথা দেন, পদকটি বদলানোর জন্য যে টাকা খরচ হবে, তা তিনি দেবেন।
অলিম্পিক্স কর্তারা পদক বদলে দেবেন বলে জানান। এক বিবৃতিতে কাওয়ামুরা বলেন, ‘নাগোয়ার মেয়র হিসেবে আমার যে ভূমিকা, সেটা ভুলে গিয়েছিলাম। অত্যন্ত অনুপযুক্ত একটা কাজ করেছি।’ এবার ফেন্সিংয়ে জাপানের রুপোজয়ী ইউকি ওটা এই ঘটনার সমালোচনা করে টুইটারে লেখেন, ‘এটা অ্যাথলিটদের অসম্মান করা। তা ছাড়া উনি কোভিড বিধি ভেঙেছেন। এর কোনও ব্যাখ্যা নেই আমার কাছে।’
advertisement
advertisement
মহিলাদের সফট বলের ফাইনালে আমেরিকাকে হারিয়ে সোনা জেতে জাপান। সেই দলে ছিলেন গোতো। জাপানের জুডো দলের পদক পাওয়া এক তারকা জানিয়েছেন এই ঘটনার জন্য মেয়রের শাস্তি হওয়া উচিত। একজন অ্যাথলিট কী পরিমাণ ঘাম, রক্ত ঝরিয়ে পদক জেতে, তা বোঝার মত যোগ্যতা নেই এঁদের। নিয়ম অনুযায়ী পদক জয়ী অ্যাথলিট ছাড়া ওই পদক কামড় দেওয়া তো দূর, ধরাই উচিত নয় অন্যদের। সেখানে জাপানের ওই মেয়র নিয়মবিরুদ্ধ কাজ করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mayor Gold medal : সোনার পদক কামড়ে ফেললেন মেয়র, ব্যাপক সমালোচনা জাপানে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement