টোকিও: বেশি আবেগপ্রবণ হয়ে পড়লে মানুষ ভুলভাল কাজ করে। এটা যে শুধু কথার কথা নয়, ধ্রুব সত্য, তা ফের প্রমাণ করলেন মধ্য জাপানের নাগোয়া শহরের মেয়র। এমন একটি কাজ করেছেন যার জন্য এখন নিজেই লজ্জিত বোধ করছেন। টোকিয়ো অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। পদকও পেয়েছিলেন। কিন্তু সেই পদক বদলাতে হচ্ছে। কারণ জাপানের সফটবলে সোনাজয়ী মিউ গোতোর পদকটি আনন্দের চোটে কামড়ে ফেলেছেন তাঁর শহরের মেয়র।
পদকটি নষ্ট হয়ে গিয়েছে। গোতো সোনার পদকটি দেখাতে নিয়ে গিয়েছিলেন তাঁর শহর নাগোয়ার মেয়র তাকাশি কাওয়ামুরাকে। হঠাৎই পদকটি মুখে দিয়ে কামড়ে ফেলেন কাওয়ামুরা। পদকটি নষ্ট হয়ে যায়। নেটমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন কাওয়ামুরা। তিনি ক্ষমা চেয়ে নেন। কথা দেন, পদকটি বদলানোর জন্য যে টাকা খরচ হবে, তা তিনি দেবেন।
অলিম্পিক্স কর্তারা পদক বদলে দেবেন বলে জানান। এক বিবৃতিতে কাওয়ামুরা বলেন, ‘নাগোয়ার মেয়র হিসেবে আমার যে ভূমিকা, সেটা ভুলে গিয়েছিলাম। অত্যন্ত অনুপযুক্ত একটা কাজ করেছি।’ এবার ফেন্সিংয়ে জাপানের রুপোজয়ী ইউকি ওটা এই ঘটনার সমালোচনা করে টুইটারে লেখেন, ‘এটা অ্যাথলিটদের অসম্মান করা। তা ছাড়া উনি কোভিড বিধি ভেঙেছেন। এর কোনও ব্যাখ্যা নেই আমার কাছে।’
মহিলাদের সফট বলের ফাইনালে আমেরিকাকে হারিয়ে সোনা জেতে জাপান। সেই দলে ছিলেন গোতো। জাপানের জুডো দলের পদক পাওয়া এক তারকা জানিয়েছেন এই ঘটনার জন্য মেয়রের শাস্তি হওয়া উচিত। একজন অ্যাথলিট কী পরিমাণ ঘাম, রক্ত ঝরিয়ে পদক জেতে, তা বোঝার মত যোগ্যতা নেই এঁদের। নিয়ম অনুযায়ী পদক জয়ী অ্যাথলিট ছাড়া ওই পদক কামড় দেওয়া তো দূর, ধরাই উচিত নয় অন্যদের। সেখানে জাপানের ওই মেয়র নিয়মবিরুদ্ধ কাজ করেছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gold Medal, Tokyo Olympics 2020