MotoGP Rider Jason Dupasquier Dies: রেস ট্র্যাকে মর্মান্তিক দুর্ঘটনা ! মৃত্যু ১৯ বছরের মোটো থ্রি তারকার

Last Updated:

নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাকে পড়ে যান ডুপাসকিয়ে ৷ সেইসময়ে অন্য একটি মোটরবাইকের সঙ্গে তাঁর সংঘর্ষ হয় ৷

ফ্লোরেন্স: রেস ট্র্যাকে মৃত্যুর ঘটনা প্রথম নয় ৷ ফর্মুলা ওয়ান রেসিংয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যুর ঘটনা আগে বেশ কয়েকবার ঘটেছে ৷ এবার মোটোজিপি-তেও মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলেন দর্শকরা ৷ অকালেই বিদায় নিলেন মাত্র ১৯ বছরের জেসন ডুপাসকিয়ে (Jason Dupasquier) ৷
দুর্ঘটনা ঘটল রেসের অনুশীলনেই ৷ নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাকে পড়ে যান ডুপাসকিয়ে ৷ সেইসময়ে অন্য একটি মোটরবাইকের সঙ্গে তাঁর সংঘর্ষ হয় ৷ ভয়াবহ এই দুর্ঘটনার ভিডিও দেখলে শিউরেই উঠতে হয় ৷
দুর্ঘটনার পরেই আহত ডুপাসকিয়েকে দ্রুত বিমানে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তার আগে চিকিৎসকেরা ট্র্যাকেই প্রায় ৪০ মিনিট ধরে তাঁর শুশ্রূষা করেছিলেন। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। শেষপর্যন্ত আর বাঁচানো সম্ভব হয়নি ১৯ বছরের জেসনকে ৷
advertisement
advertisement
রেস ট্র্যাকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক থেকে উল্টে পড়ার পর অন্য মোটরবাইকে সঙ্গে সংঘর্ষে বুকে মারাত্মক আঘাত পান জেসন ৷ ফুসফুসে এবং মস্তিষ্কে গভীর চোট পান তিনি ৷ মোটো গ্রাঁ প্রি-র তরফে পরে বিবৃতিতে জানানো হয়, “জেসন ডুপাসকিয়ের এই মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকার্ত। ওঁর পরিবারের সদস্যদের জানাই গভীর সমবেদনা। তোমার অভাব আমরা প্রতিনিয়ত অনুভব করব।”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
MotoGP Rider Jason Dupasquier Dies: রেস ট্র্যাকে মর্মান্তিক দুর্ঘটনা ! মৃত্যু ১৯ বছরের মোটো থ্রি তারকার
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement