MotoGP Rider Jason Dupasquier Dies: রেস ট্র্যাকে মর্মান্তিক দুর্ঘটনা ! মৃত্যু ১৯ বছরের মোটো থ্রি তারকার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাকে পড়ে যান ডুপাসকিয়ে ৷ সেইসময়ে অন্য একটি মোটরবাইকের সঙ্গে তাঁর সংঘর্ষ হয় ৷
ফ্লোরেন্স: রেস ট্র্যাকে মৃত্যুর ঘটনা প্রথম নয় ৷ ফর্মুলা ওয়ান রেসিংয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যুর ঘটনা আগে বেশ কয়েকবার ঘটেছে ৷ এবার মোটোজিপি-তেও মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলেন দর্শকরা ৷ অকালেই বিদায় নিলেন মাত্র ১৯ বছরের জেসন ডুপাসকিয়ে (Jason Dupasquier) ৷
দুর্ঘটনা ঘটল রেসের অনুশীলনেই ৷ নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাকে পড়ে যান ডুপাসকিয়ে ৷ সেইসময়ে অন্য একটি মোটরবাইকের সঙ্গে তাঁর সংঘর্ষ হয় ৷ ভয়াবহ এই দুর্ঘটনার ভিডিও দেখলে শিউরেই উঠতে হয় ৷
দুর্ঘটনার পরেই আহত ডুপাসকিয়েকে দ্রুত বিমানে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তার আগে চিকিৎসকেরা ট্র্যাকেই প্রায় ৪০ মিনিট ধরে তাঁর শুশ্রূষা করেছিলেন। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। শেষপর্যন্ত আর বাঁচানো সম্ভব হয়নি ১৯ বছরের জেসনকে ৷
advertisement
advertisement
রেস ট্র্যাকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক থেকে উল্টে পড়ার পর অন্য মোটরবাইকে সঙ্গে সংঘর্ষে বুকে মারাত্মক আঘাত পান জেসন ৷ ফুসফুসে এবং মস্তিষ্কে গভীর চোট পান তিনি ৷ মোটো গ্রাঁ প্রি-র তরফে পরে বিবৃতিতে জানানো হয়, “জেসন ডুপাসকিয়ের এই মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকার্ত। ওঁর পরিবারের সদস্যদের জানাই গভীর সমবেদনা। তোমার অভাব আমরা প্রতিনিয়ত অনুভব করব।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2021 7:55 AM IST

