অলিম্পিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে কলকাতা ছাড়ছেন চানু

Last Updated:

৪১ টি জাতীয় রেকর্ড। মহিলাদের সেরা চানু, পুরুষ বিভাগে সেরা জেরেমি।

#কলকাতা: টোকিওতে পদক জয়ের সম্ভাবনা জিইয়ে রেখেই শুক্রবার কলকাতায় শেষ হল জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ। পাঁচ দিনের প্রতিযোগিতায় নতুন জাতীয় রেকর্ড হল ৪১টি। এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন মোট ৪১৯জন অ্যাথলিট।
মিরাবাই চানু, জেরেমি লালরিননুঙ্গাদের  পদক জয়ের সম্ভাবনার পাশে টোকিওতে নামার জন্য যোগ্যতা আশা জিয়ে রাখলেন বাংলার ভারোত্তলক রাখি হালদার।৮৬৫ পয়েন্ট পেয়ে প্রতিযোগিতায় সেরা মহিলা ভারত্তোলকের পুরস্কার জিতে নিলেন পদ্মশ্রী মিরাবাই চানু। ৬৫৮ পয়েন্ট পেয়ে পুরুষ বিভাগে সেরা মিজোরামের জেরেমি। পুরুষ ও মহিলাদের দলগত বিভাগে সেরা রেলওয়েজ। শনিবার কলকাতা ছাড়ছেন টোকিও অলিম্পিকে ভারতের অন্যতম সেরা বাজি মিরাবাই চানু। এখান থেকেই সরাসরি উড়ে যাবেন পাতিয়ালার জাতীয় শিবিরে।
advertisement
এপ্রিলে কাজাখস্তানে এশীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের পাশাপাশি টোকিও অলিম্পিকের জন্য পাতিয়ালাতেই প্রস্তুতি সারবেন ভারতীয় ভারোত্তোলন পোস্টার-গার্ল। ১০০ কোটির দেশে অলিম্পিক পদক চাপে ইতিমধ্যেই হাঁসফাঁস অবস্থা বছর পঁচিশের মনিপুরী কিশোরীর। কোচ বিজয় শর্মা সারাক্ষণ আগলে রেখেছেন চানুকে। কলকাতা ছাড়ার আগে চানু বলছিলেন, "কলকাতা আমাকে আত্মবিশ্বাস জোগাল। এখানকার জাতীয় চ্যাম্পিয়নশিপের অভিজ্ঞতা টোকিও অলিম্পিকে কাজে লাগবে।। চোট না পেলে দেশের জন্য পদক আনব।'' শহর ছাড়ার আগে চানুর‍ গলায় ঝরে পড়ছে আত্মবিশ্বাস।
advertisement
advertisement
কোচ বিজয় শর্মা বলছেন, ''ওর খাদ্য তালিকা ঠিকঠাক রাখাই এখন প্রধান লক্ষ্য। যাতে ওজন না বাড়ে, সেই দিকে।  নজর রাখতে হবে।" টোকিওতে মহিলাদের ৪৯ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিরাবাই চানু। এদিকে জাতীয় স্তরের ভারোত্তোলন প্রতিযোগিতায় ব্যাপক সাড়া মেলায় উচ্ছ্বসিত আয়োজকরা। বেঙ্গল ভারোত্তোলন সংস্থার সভাপতি চন্দন রায়চৌধুরী বলছিলেন, "চানুর পাশে বাংলা থেকে এক দুজন অলিম্পিক দলে জায়গা করে নিতে পারলে ভবিষ্যতে রাজ্য ভারোত্তলনে ছবিটা বদলে যাবে।" প্রসঙ্গত টোকিও অলিম্পিক দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলার মেয়ে রাখি হালদারের।
advertisement
Paradip Ghosh
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
অলিম্পিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে কলকাতা ছাড়ছেন চানু
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement