প্রথমবার কলকাতায় ম্যাগনাস কার্লসেন, অংশ নেবেন কলকাতায় দাবার গ্র্যান্ড ট্যুর
Last Updated:
#কলকাতা: মুখিয়ে আছেন আনন্দের সামনে বসার জন্য। বেড়াতে চান কলকাতায়। নিউজ এইটিন বাংলার এক্সক্লুসিভ দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন।
রাত তখন গভীর। কিন্তু গমগম করছে বিমানবন্দর। দীর্ঘ বিমানযাত্রা করে প্রথমবার কলকাতায় এলেন চৌষট্টি খোপের রাজা ম্যাগনাস কার্লসেন। দু’হাজার তেরোতে প্রথমবার। তারপর টানা সাতবার রাজায় খেলায় রাজা আঠাশ বছরের নরওয়ের বাসিন্দা। নভেম্বরে তাঁর ফিডে রেটিং দু’হাজার আটশো সত্তর পয়েন্ট। বাকিদের থেকে আলোকবর্ষ দূরে। শহরের এসেই কার্লসেন মুখিয়ে আনন্দের উলটো দিকে বসার জন্য।
advertisement
বাইশে নভেম্বর কলকাতায় প্রথমবার হতে চলেছে দাবার গ্র্যান্ড ট্যুর। বিশ্বনাথ আনন্দ, লি ডেনের সঙ্গে খেলবেন কার্লসেন। দু’বার র্যাপিড আর চারবার ব্লিৎজ তাঁর ঝুলিতে। বোর্ডের সামনে বসার আগে বেড়াতে চান এই কলকাতায়।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2019 11:21 PM IST

