কমনওয়েলথ গেমসের প্রথম দিনেই সোনা এল ভারতের ঝুলিতে
Last Updated:
কমনওয়েলথ গেমসে শুরুটা দুর্দান্ত হল ভারতের ৷
#গোল্ড কোস্ট : কমনওয়েলথ গেমসে শুরুটা দুর্দান্ত হল ভারতের ৷ প্রথম দিনেই দু-দু’টো পদক আনতে সফল ভারতীয়রা ৷ দু’টো পদকই এল ভারোত্তলন থেকে ৷ ৫৬ কেজি বিভাগে রূপো জিতেছিলেন পি গুরুরাজা ৷ মহিলাদের ৪৮ কেজি বিভাগে সোনা আনলেন মীরাবাঈ চানু ৷
কমনওয়েলথে অভিষেকেই চমকে দিয়েছিলেন ২৫ বছরের গুরুরাজা ৷ ব্যক্তিগত সেরা পারফরম্যান্স করে মোট ২৪৯ কেজি (১১১ এবং ১৩৮) ওজন তোলেন তিনি ৷ মালয়েশিয়ার তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন মহম্মদ ইজহার আহমেদ ২৬১ কিলো ওজন তুলে রেকর্ড গড়ে সোনার পদক জিতেছেন। গুরুরাজা অল্পের জন্য সোনা হাতছাড়া করলেও কোনও ভুল করেননি মীরাবাঈ ৷ সবমিলিয়ে ১৯৬ কেজি ওজন তুলে সোনা ছিনিয়ে নেন তিনি ৷ দ্বিতীয় স্থানে থাকা মরিশাসের মেরি হানিত্রা রয়লিয়া রেনেভোসোয়ার থেকে ২৬ কেজি বেশি ওজন তোলেন মীরাবাঈ ৷
advertisement
দেশকে এবারের কমনওয়েলথ গেমসে প্রথম পদকটি এনে দেওয়ার পর গুরুরাজা বলেছেন, ‘‘ ভারোত্তলনে ভারত প্রথম পদক পেল ভেবে, দারুণ খুশি লাগছে। রূপো জিততে পেরে ভাল লাগছে ৷ তবে এটা আমার সেরা পারফরম্যান্স নয় ৷ ’’
advertisement

লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 05, 2018 12:12 PM IST