#কলকাতা: আর কয়েকমাস পরেই টোকিও অলিম্পিক ৷ ভারতের গুডউইল অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে। সৌরভকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA)।
অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব রাজীব মেহতা জানিয়েছেন, ‘‘টোকিও অলিম্পিকে শুভেচ্ছাদূত হওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। আশা করি আপনি এ ব্যাপারে সহযোগিতা করবেন। দেশের কোটি কোটি মানুষের অনুপ্রেরণা আপনি। প্রশাসক হিসেবেও আপনি তরুণদের প্রতিভা বাঁচিয়ে রাখার ওপরে জোর দিয়েছেন। অলিম্পিকে আপনি অ্যাথলিটদের সঙ্গে থাকলে তাদের মনোবল বাড়বে। আশা করি অলিম্পিকে ভারতীয় দলের প্রতি আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
এখনও এ বিষয় কিছু না জানালেও সৌরভ গঙ্গোপাধ্যায় যে IOA-র অনুরোধ ফেরাবেন না ৷ তা মোটামুটি নিশ্চিত ৷ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করার জন্য ২০০জন অ্যাথলিটকে টোকিও পাঠাচ্ছে ভারত ৷ আগামী ২৪ জুলাই থেকে শুরু হচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IOA, Sourav Ganguly, Tokyo Olympics 2020