‘অলিম্পিকে আপনি অ্যাথলিটদের সঙ্গে থাকলে ওদের মনোবল বাড়বে...’, সৌরভকে অনুরোধ IOA-র
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
টোকিও অলিম্পিকে ভারতের গুডউইল অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে।
#কলকাতা: আর কয়েকমাস পরেই টোকিও অলিম্পিক ৷ ভারতের গুডউইল অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে। সৌরভকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA)।
অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব রাজীব মেহতা জানিয়েছেন, ‘‘টোকিও অলিম্পিকে শুভেচ্ছাদূত হওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। আশা করি আপনি এ ব্যাপারে সহযোগিতা করবেন। দেশের কোটি কোটি মানুষের অনুপ্রেরণা আপনি। প্রশাসক হিসেবেও আপনি তরুণদের প্রতিভা বাঁচিয়ে রাখার ওপরে জোর দিয়েছেন। অলিম্পিকে আপনি অ্যাথলিটদের সঙ্গে থাকলে তাদের মনোবল বাড়বে। আশা করি অলিম্পিকে ভারতীয় দলের প্রতি আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
advertisement
এখনও এ বিষয় কিছু না জানালেও সৌরভ গঙ্গোপাধ্যায় যে IOA-র অনুরোধ ফেরাবেন না ৷ তা মোটামুটি নিশ্চিত ৷ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করার জন্য ২০০জন অ্যাথলিটকে টোকিও পাঠাচ্ছে ভারত ৷ আগামী ২৪ জুলাই থেকে শুরু হচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 03, 2020 3:57 PM IST