‘‘ ধোনি যদি ক্রিকেটের কিংবদন্তী হন, আমি তাহলে বক্সিংয়ের...’’: মেরি কম

Last Updated:
#কলকাতা: তাঁর মতো সাফল্য দেশের খুব কম বক্সারেরই আছে ৷ ছ’বারের বিশ্বচ্যাম্পিয়নশিপ খেতাবের পাশাপাশি কমনওয়েলথ, এশিয়ান গেমস সব খেতাবই রয়েছে তাঁর ৷ তিনি মেরি কম ৷ ভারতের বিস্ময় বক্সার ৷ তাঁর মেডেল তালিকায় নেই শুধু অলিম্পিক সোনা ৷ তাই ৩৬ বছর বয়সেও পদক জয়ের খিদে তাঁর এতটুকু কমেনি ৷ মণিপুরের বক্সারের পাখির চোখ এখন তাই অলিম্পিকে সোনা জেতা ৷ তার জন্য সবরকম প্রস্তুতি শুরু করে দিয়েছেন মেরি ৷
কলকাতায় সম্প্রতি একটি টিএমটি বার সংস্থার অনুষ্ঠানে এসে মেরি বলেন, ‘‘ দেখুন আমার কাছে সব আছে ৷ নেই শুধু অলিম্পিক সোনা ৷ ওটা পাওয়াটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷ তার জন্য আমি লড়াই করে যাচ্ছি ৷ ’’ তবে ২০২০ টোকিও অলিম্পিকের পাশাপাশি এবছর রাশিয়ায় বিশ্বচ্যাম্পিয়নশিপ নিয়েও ভাবছেন মেরি ৷ কারণ রাশিয়াতে ভাল ফল মানেই টোকিওর টিকিট কনফার্ম ৷
advertisement
D3iw6HDX4AAzn7u
advertisement
অঙ্কিত টিএমটি বার সংস্থার তিনি নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর ৷ সাধারণত মহিলাদের কাছে কোনও টিএমটি বারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার অফার খুব একটা আসে না ৷ তাই সংস্থার তরফে এই প্রস্তাব পেয়ে খুশিই হয়েছিলেন মেরি ৷ তিনিই কি বক্সিংয়ের মহেন্দ্র সিং ধোনি ? এই তুলনা উঠতে কিছুটা অসন্তুষ্টই হন মেরি ৷ কারণ মণিপুরের অলিম্পিক পদকজয়ী বক্সারের মতে, ‘‘ ধোনি যদি ক্রিকেটের কিংবদন্তী হন ৷ আমি তাহলে বক্সিংয়ের ৷ ছেলেরা অনেকদিন পর্যন্ত খেলাধূলা চালিয়ে যেতে পারে কোনও বাধাবিপত্তি ছাড়াই ৷ কিন্তু মহিলাদের পক্ষে সেটা করা খুবই কঠিন ৷ তাও আবার বক্সিংয়ের মতো খেলায় ৷ যার তিনটি সন্তান রয়েছে, তাঁর পক্ষে খেলা চালিয়ে যাওয়া এবং একের পর এক খেতাব জেতা অত্যন্ত কঠিন কাজ ৷ ’’
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘ ধোনি যদি ক্রিকেটের কিংবদন্তী হন, আমি তাহলে বক্সিংয়ের...’’: মেরি কম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement