Neeraj Chopra on Independence Day: লালকেল্লায় অলিম্পিক 'স্বাধীনতা'র কারিগর, সোনার ছেলে নীরজের মন্তব্যে গায়ে কাঁটা দেবে!

Last Updated:

লালকেল্লায় জীবনে প্রথমবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখলেন অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra on Independence Day)।

উল্লেখ্য, 'সোনার ছেলে' নীরজ চোপড়া গেমসের সাফল্যের এক মাসের মধ্যেই এ বার পা রাখতে চলেছেন 'সিটি অফ জয়' কলকাতায়।গেমসে পদক জয়ের মাত্র কয়েক দিন পরেই কলকাতাতে পা রেখেছিলেন বক্সার লভলিনা বড়গোহাঁই। তাঁর মায়ের চিকিৎসা করাতে তিনি এসেছিলেন কলকাতাতে।
উল্লেখ্য, 'সোনার ছেলে' নীরজ চোপড়া গেমসের সাফল্যের এক মাসের মধ্যেই এ বার পা রাখতে চলেছেন 'সিটি অফ জয়' কলকাতায়।গেমসে পদক জয়ের মাত্র কয়েক দিন পরেই কলকাতাতে পা রেখেছিলেন বক্সার লভলিনা বড়গোহাঁই। তাঁর মায়ের চিকিৎসা করাতে তিনি এসেছিলেন কলকাতাতে।
#নয়াদিল্লি: লালকেল্লায় জীবনে প্রথমবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখলেন অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra on Independence Day)। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামিল হতে পেরে আবেগাপ্লুত নীরজ জানালেন মনের কথা। নিজের ট্যুইটারে রবিবারের অভিজ্ঞতার কথা লিখতে গিয়ে এককথায় নীরজ বর্ণনা তিনি, 'গর্বিত'। এদিন লালকেল্লায় অলিম্পিক্সের পদকজয়ী ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করেন নরেন্দ্র মোদি। লালকেল্লা থেকে দেশের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়াবিদদের সাফল্য গোটা দেশকে অনুপ্রেরণা দেবে।
এদিন ট্যুইটে নীরজ লিখেছেন, 'ঐতিহাসিক লালকেল্লায় স্বাধীনতা দিবসের উদযাপনে সামিল হতে পারাটা গর্বের। খেলোয়াড় ও জওয়ান দুই হিসেবেই। আমাদের জাতীয় পতাকাকে অত উচ্চতায় উড়তে দেখে আমার হৃদয় আবেগে ভরে উঠেছিল। জয় হিন্দ'। রবিবার সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন সোনাজয়ী নীরজ চোপড়া, রুপোজয়ী মীরাবাই চানু, ব্রোঞ্জজয়ী পিভি সিন্ধু, বজরং পুনিয়ারা। এ ছাড়া প্রাক্তন এবং বর্তমান অলিম্পিয়ান মিলিয়ে হাজির ছিলেন ২৪০ জন। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া এবং বিভিন্ন ক্রীড়া সংস্থার কর্তারাও হাজির ছিলেন।
advertisement
advertisement
advertisement
জ্বরে ভুগতে থাকলেও রবিবার সুস্থ হয়ে অনুষ্ঠানে হাজির ছিলেন নীরজ। তিনি বলেছেন, 'এতদিন টিভিতে এই অনুষ্ঠান দেখতাম। আজ সামনে থেকে দেখছি। একটা নতুন অভিজ্ঞতা। অনেক দিন পর ব্যক্তিগত ইভেন্টে দেশ সোনা জিতেছে। দেশ যে আমার জন্য গর্বিত, এটা ভেবে আমি খুশি।'
প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের ভাষণের শুরুতেই খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, 'টোকিয়ো অলিম্পিক্সে দেশকে গর্বিত করা ক্রীড়াবিদরা আমাদের সঙ্গে রয়েছেন। গোটা দেশকে অনুরোধ করব ওঁদের কৃতিত্বকে তারিফ জানাতে। ওঁরা শুধু আমাদের হৃদয় জিতে নেননি, ভবিষ্যৎ প্রজন্মকে দারুণ ভাবে অনুপ্রাণিত করেছেন।' তাঁর কথায়, 'একটা সময় খেলাধুলোকে সমাজের মূলস্রোতের অংশ বলে ধরাই হত না। বাবা-মায়েরা বলতেন, খেলাধুলো করলে গোটা জীবনটাই নষ্ট হয়ে যাবে। এখন গোটা দেশে খেলাধুলো এবং ফিটনেসের ব্যাপারে মানুষ অনেক সচেতন। এ বারের অলিম্পিক্সেই সেটা ভালো ভাবে বোঝা গিয়েছে। দেশের পক্ষে এটা একটা বিরাট সম্মানের ব্যাপার। এই দশকে খেলাধুলোয় প্রতিভা, প্রযুক্তি এবং পেশাদারিত্বের দিক থেকে আমাদের আরও এগিয়ে যেতে হবে। বোর্ডের পরীক্ষা হোক বা অলিম্পিক্স, ভারতের মেয়েদের দুর্দান্ত প্রদর্শন আমাদের সবাইকে গর্বিত করেছে।'
বাংলা খবর/ খবর/খেলা/
Neeraj Chopra on Independence Day: লালকেল্লায় অলিম্পিক 'স্বাধীনতা'র কারিগর, সোনার ছেলে নীরজের মন্তব্যে গায়ে কাঁটা দেবে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement