মাত্র ১১ দিনে দেশকে তিনটি স্বর্ণপদক এনে দিলেন সোনার মেয়ে হিমা দাস
Last Updated:
#নয়াদিল্লি: দু'শো মিটার ইভেন্টে নেমে ভারতকে আবার সোনা এনে দিলেন হিমা দাস। এগারো দিনের ব্যবধানে এই নিয়ে তাঁর তৃতীয় সোনা জয়। সোনার মেয়ে হিমা দাসের সোনার দৌড় অব্যাহত! বিশ্বকাপ ক্রিকেট নিয়ে যখন তামাম ভারতের খেলাপ্রেমী মানুষেরা মশগুল, সেই অবসরেই পরপর তিনটি টুর্নামেন্টে সোনা জিতে নিলেন হিমা।
গতকাল শনিবার শনিবার চেক রিপাবলিকের 'ক্লদনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিট' থেকে হিমা দাস সোনা জিতেছেন। এদিন ২৩.৪৩ সেকেন্ডে ২০০ মিটার দৌড়েছেন ভারতীয় এই অ্যাথলেটিক। যদিও ২০০ মিটারে তাঁর ব্যক্তিগত সেরা সময় ২৩.১০ সেকেন্ড।
২ জুলাই পোল্যান্ডের পজনন অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স থেকে ২০০ মিটারে ভারতকে প্রথম সোনাটি এনে দেন অসমকন্যা। সময় করেছিলেন ২৩.৬৫ সেকেন্ড। হিমার দ্বিতীয় সোনাটি আসে, রবিবার, পোল্যান্ডেরই কুতনো অ্যাথলেটিক্স মিটে। সময় করেন ২৩.৯৭ সেকেন্ড। আগের দু'টির থেকে ভাল সময় করেছেন তৃতীয় সোনার দৌড়ে।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 14, 2019 12:24 PM IST