পেশাদার খেলোয়াড়দের আয়ে ভাগ বসাবে সরকার,বিজেপি শাসিত রাজ্যের নয়া নিদান

Last Updated:
#নয়াদিল্লি : এই দেশেই সব হওয়া সম্ভব ৷ এবার নয়া নির্দেশিকা জারি করল হরিয়ানা সরকার ৷ এখন বিজেপি শাসিত হরিয়ানায় মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ৷
হরিয়ানা স্পোর্টস কাউন্সিল এক নয়া নির্দেশিকায় জানিয়েছে বিভিন্ন খেলোয়াড় যাঁরা পেশাদার ক্রীড়া থেকে আয় করেন এবং বিজ্ঞাপনী চুক্তিতে রয়েছেন তাঁদের আয়ের এক তৃতীয়াংশ হরিয়ানা স্পোর্টস কাউন্সিলে জমা দিতে হবে ৷
এপ্রিল মাসের ৩০ তারিখ এই নির্দেশিকা জারি হয়েছে ৷ রাজ্যে ক্রীড়ার উন্নয়নের জন্য ব্যবহার করা হবে এই অর্থ ৷
advertisement
advertisement
যখন তাঁরা পেশাদার টুর্নামেন্ট খেলতে যাবেন তখন তাঁদের পুরো আয়ই নিয়ে নেবে কাউন্সিল ৷ এই নির্দেশিকা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ক্রীড়াবিদরা ৷ ভারতের অলিম্পিয়ান কুস্তিগির সুশীল কুমার জানিয়েছেন এটা একটা বোঝা ৷ তিনি বলেছেন . ‘‘ খেলোয়াড়রা এই অতিরিক্ত কাজ করে তাদের পরিবার প্রতিপালনেক জন্য ৷ সরকার আমাদের ওপর অতিরিক্ত চাপ দিতে পারে না ৷ এই ধরণের নির্দেশিকা প্রথমবার শুনছি ৷ মুখ্যমন্ত্রীর এটা পুনর্নবিবেচনা করা উচিত ৷’’
advertisement
দঙ্গল ছবি- খ্যাত ফোগট পরিবারের ববিতা ফোগট জানিয়েছেন, ‘‘ সরকার কি আদৌ বোঝে একজন ক্রীড়াবিদকে ঠিক কতটা পরিশ্রম করতে হয় ৷ তাদের রোজগারের এক তৃতীয়াংশ দাবি করা হচ্ছে কী করে ৷ ’’
এই নোটিশের পক্ষে সওয়াল করে হরিয়ানার বিজেপি নেতা জওহার যাদব জানিয়েছেন ক্রীড়াবিদরা মেডেল পেলে তাঁরা কিছু বলেন না৷ কিন্তু সরকারি চাকরি করে যখন ক্রীড়াবিদরা বিজ্ঞাপনী প্রচার থেকেও রোজগার করেন তখন তাঁদের আয়ে সরকারের অধিকার আছে ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পেশাদার খেলোয়াড়দের আয়ে ভাগ বসাবে সরকার,বিজেপি শাসিত রাজ্যের নয়া নিদান
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement