দিন আনা দিন খাওয়া পরিবারের আলি-লাভলি, সাদাকালোর ছবি পেরিয়ে রঙিন দিনের স্বপ্নে বুঁদ

Last Updated:

রাতারাতি বিখ্যাত হয়ে গেছেন TikTok ভিডিও ভাইরাল হওয়ায় ,এবার এদের চোখে নতুন দিনের স্বপ্ন

#কলকাতা: একটা টিকটক ভিডিও। সেখান থেকেই রাতারাতি ভাইরাল আলি ও লাভলি। প্রথমজনের সামারসল্ট। দ্বিতীয়জনের কার্ট হুইলিং। যা দেখে অবাক স্বয়ং নাদিয়া কোমানিচিও। রাতারাতি সেলিব্রিটি হওয়া দুই পড়ুয়া নাচ ছেড়ে জিমন্যাস্টিক্স নিয়ে সিরিয়াস ভাবনা শুরু করেছে। সুদিনের আশায় পরিবার।
স্কুল থেকে ফেরার পথে। খেলার ছলে। শান্ত আলির সামারসল্ট। আর দুরন্ত লাভলির কার্ট হুইলিং। কিন্তু এই ভিডিও যে রাতারাতি দুই বন্ধুকে সেলিব্রিটি করে দেবে, সেটা বোধ হয় কেউ ভাবেননি। ভিডিও দেখে অবিশ্বাস্য বলে টুইট স্বয়ং নাদিয়া কোমানিচির। প্রথম জিমন্যাস্ট হিসেবে যিনি পারফেক্ট টেন করেছিলেন অলিম্পিক্সে।
ছোট থেকেই দুষ্টুমিতে চূড়ান্ত লাভলি। তার অবশ্য একটা ভাল নামও রয়েছে। জেসিকা খান। তবে ছোট থেকে জিমন্যাস্টিক্সের ধারে কাছে যায়নি লাভলি। তার পছন্দ নাচ। নাচের শিক্ষক শেখর রাওয়ের কাছে শেখে মাইকেল জ্যাকসনের দুই ক্ষুদে ভক্ত। নাচ শিখতে গিয়েই মাঝে মাঝে ভল্ট, সামারসল্ট প্র্যাকটিস করা। স্যারের কথাতেই স্কুল ড্রেসে একদিন কার্ট হুইলিং করে ফেলল লাভলি। ব্যাস!!! ভিডিও ভাইরাল একবার পোস্ট হতেই।
advertisement
advertisement
লাভলি যতটাই দুষ্টু। ততটাই শান্ত আলি। যার ভাল নাম মহম্মদ ইজাজউদ্দিন। লাভলির থেকে এক ক্লাস নীচে পড়লেও দু'জনে ছোট থেকেই বন্ধু। একসঙ্গে শেখর স্যারের কাছে নাচ শেখা। খেলার ধারপাশ দিয়ে দু'জনের কেউই যায়নি। কিন্তু সামারসল্ট নিেয় শোরগোল ফেলে দিয়েছে। নাদিয়া কোমানিচির নাম শোনেনি। কিন্তু আলি এবার জিমন্যাস্টিক নিয়ে ভাবতে চায়।
advertisement
ভাগ্যিস কাছে পেয়েছিলেন। না'হলে হয়ত অধরা রয়ে যেত দুই ইন্টারনেট সেনসেশন। তিনিও ভাবেননি, তাঁর ভিডিও এমনভাবে ভাইরাল হবে।লাভলির বাবা গাড়ি চালান। মা সেলাইয়ের কাজ করেন। আলির পরিবারেরও দিন আনি দিন খাই অবস্থা। সেখান থেকে রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়া। এখনও যেন ঘোর কাটছে না দুই পরিবারের।
আরও দেখুন
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
দিন আনা দিন খাওয়া পরিবারের আলি-লাভলি, সাদাকালোর ছবি পেরিয়ে রঙিন দিনের স্বপ্নে বুঁদ
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement