#বর্ধমান: বর্ধমান কাটোয়া রোডের বাজেপ্রতাপপুরে দুর্ঘটনা। এবার বাস ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে ভাঙলো গণেশের মূর্তি সহ প্যাণ্ডেল।বুধবার সাতসকালে দুর্ঘটনায় কোন প্রাণহানি না হলেও ওই জায়গায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।এদিন কাটোয়া বর্ধমান বেসরকারি যাত্রীবোঝাই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ডাম্পারের।এরপরে ডাম্পারটি ঢুকে পড়ে গণেশের প্যাণ্ডেলে। দুর্ঘটনার পরই ডাম্পারের চালক ও খালাসী পালিয়ে যায়।বর্ধমান থানার পুলিশ গিয়ে ডাম্পারটিকে আটক করে।
আরও দেখুন