ম্যারাথনে দৌড়তে গিয়ে একসঙ্গে প্রাণ হারালেন ২১ জন দৌড়বিদ, মর্মান্তিক ঘটনা চিনে

Last Updated:

বেশিরভাগ দৌড়বিদের শরীরে ছিল পাতলা স্পোর্টস টি-শার্ট ও শর্টস।

২১ জন আলট্রা ম্যারাথন দৌড়বিদ প্রাণ হারালেন চিনে। চিনের উত্তর-পশ্চিমে একটি পার্বত্য অঞ্চলে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছিল। ১০০ কিমি পথ ছুটতে গিয়ে প্রাণ হারান দৌড়বিদরা।
হুয়াংঝে শিলং পার্বত্য এলাকায় শনিবার সকালে ম্যারাথন শুরু হয়। সকালে আবহাওয়া ভাল ছিল। কিন্তু স্থানীয় সময় দুপুর একটা থেকে বৃষ্টি শুরু হয়। এর পর শিলাবৃষ্টি ও প্রবল বেগে হাওয়া বইতে শুরু করে। হুয়াংঝে শিলং পার্বত্য এলাকায় শনিবার সকালে ম্যারাথন শুরু হয়। সকালে আবহাওয়া ভাল ছিল। কিন্তু স্থানীয় সময় দুপুর একটা থেকে বৃষ্টি শুরু হয়। এর পর শিলাবৃষ্টি ও প্রবল বেগে হাওয়া বইতে শুরু করে।
advertisement
প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ছুটতে থাকেন দৌড়বিদরা। বেশিরভাগ দৌড়বিদের শরীরে ছিল পাতলা স্পোর্টস টি-শার্ট ও শর্টস। ফলে ঠাণ্ডায় তাঁদের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ছুটতে থাকেন দৌড়বিদরা। বেশিরভাগ দৌড়বিদের শরীরে ছিল পাতলা স্পোর্টস টি-শার্ট ও শর্টস। ফলে ঠাণ্ডায় তাঁদের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে।
advertisement
advertisement
লিয়াং জিং নামের এক দৌড়বিদও মারা গিয়েছেন। তাঁকে চিনের অন্যতম সেরা ম্যারাথন রানার হিসাবে ধরা হয়। লিয়াং এর আগেও প্রতিকূল পরিস্থিতিতে ম্যারাথন শেষ করেছেন। কিন্তু এদিন আর পারলেন না। লিয়াং জিং নামের এক দৌড়বিদও মারা গিয়েছেন। তাঁকে চিনের অন্যতম সেরা ম্যারাথন রানার হিসাবে ধরা হয়। লিয়াং এর আগেও প্রতিকূল পরিস্থিতিতে ম্যারাথন শেষ করেছেন। কিন্তু এদিন আর পারলেন না।
advertisement
ইয়েলো রিভার স্টোন ফরেস্ট-এ দৌড়বিদরা পৌঁছনোর পরই আবহাওয়া খারাপ হতে থাকে। এর পর অন্ধকার নেমে আসে। ১২০০ জনের উদ্ধারকারী দল দৌড়বিদদের খুঁজতে শুরু করে অন্ধকারেই। সাধারণত ম্য়ারাথন হয় ৫০ কিমির। কিন্তু এটা ছিল আলট্রা ম্যারাথন। ১০০ কিমি রাস্তা। আটজন দৌড়বিদ এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। প্রবল ঠাণ্ডার জন্যই দৌড়বিদরা প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিক তদন্তের পর মনে করছে পুলিশ-প্রশাসন। ইয়েলো রিভার স্টোন ফরেস্ট-এ দৌড়বিদরা পৌঁছনোর পরই আবহাওয়া খারাপ হতে থাকে। এর পর অন্ধকার নেমে আসে। ১২০০ জনের উদ্ধারকারী দল দৌড়বিদদের খুঁজতে শুরু করে অন্ধকারেই। সাধারণত ম্য়ারাথন হয় ৫০ কিমির। কিন্তু এটা ছিল আলট্রা ম্যারাথন। ১০০ কিমি রাস্তা। আটজন দৌড়বিদ এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। প্রবল ঠাণ্ডার জন্যই দৌড়বিদরা প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিক তদন্তের পর মনে করছে পুলিশ-প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ম্যারাথনে দৌড়তে গিয়ে একসঙ্গে প্রাণ হারালেন ২১ জন দৌড়বিদ, মর্মান্তিক ঘটনা চিনে
Next Article
advertisement
Haryana Serial Killer Arrested: নিজের থেকে দেখতে সুন্দর লাগলেই জলে ডুবিয়ে খুন, হরিয়ানার পুনমের শিকার তিন বালিকা! ছাড়েনি নিজের ছেলেকেও
নিজের ছেলে সহ ৪ শিশুকে জলে ডুবিয়ে খুন,ছ বছরের ভাইঝিকে হত্যার পর জালে সিরিয়াল কিলার পুনম!
  • নিজের ছেলে সহ চারটি শিশুকে জলে ডুবিয়ে খুন৷

  • হরিয়ানায় পুলিশের জালে সিরিয়াল কিলার পুনম৷

  • ভাইঝিকে খুনের পরই গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement