#নয়াদিল্লি: বুলগেরিয়ার ডান কলভ-নিকোলা পেত্রোভ টুর্নামেন্টে ৬৫কেজি ফ্রিস্টাইলে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্ডান অলিভারকে ১২-৩ এ হারিয়ে সোনা জিতে নিলেন ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়া। এছাড়াও, এই টুর্নামেন্টে সর্বোচ্চ পয়েন্টও পেয়েছে ভারত; আর নিজের এই সর্বোচ্চ সম্মান উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে উৎসর্গ করেছেন পুনিয়া।
মেডেল পাওয়ার পর নিজের ট্যুইটারে পুনিয়া লিখেছেন-এই জিত আমি উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে উৎসর্গ করলাম । তিনি আমাকে সবরকমভাবে অনুপ্রাণিতে করেছেন; আমি একদিন তাঁর সঙ্গে দেখা করতে চাই ও তাঁর সঙ্গে হাত মেলাতে চাই।'
मैं अपना गोल्ड मेडल हमारे बहादुर वायु योद्धा #WingCommandorAbhinandan को समर्पित करना चाहता हूं। उन्होंने मुझे बहुत प्रेरणा दी और मुझमें जोश भर दिया। मैं किसी दिन उनसे मिलकर उनसे हाथ मिलाना चाहता हूं।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhinandan Varthaman, Bajrang Punia, Dan Kolov-Nikola Petrov tournament, বজরং পুনিয়া