Asian Games 2018: হকিতে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ সর্দারদের

Last Updated:
ভারত: ২  পাকিস্তান: ১
#জাকার্তা: ইন্দোনেশিয়াকে ২৬ গোল, শ্রীলঙ্কাকে ২০ গোল দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর সেমিফাইনালে মালয়েশিয়ার কাছে হারটা একেবারেই মেনে নিতে পারেননি আকাশদীপরা ৷ ভারতীয় সমর্থকদের কাছেও ওই হারটা যথেষ্ট অপ্রত্যাশিতই ছিল ৷ ভারত অধিনায়ক শ্রীজেশ বলেছিলেন, জাকার্তা এশিয়াডে সোনা ছাড়া আর কোনও পদক জেতাটাই হতাশার হবে। শেষপর্যন্ত ব্রোঞ্জ জিতেই দেশে ফিরছে ভারতীয় পুরুষ হকি দল ৷ তবে আনন্দের খবর একটাই, ব্রোঞ্জ এসেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ৷ শনিবার ভারত ম্যাচ জেতে ২-১ গোলে ৷
advertisement
ভারতের হয়ে এদিন গোল দুটি করেন আকাশদীপ সিং এবং হরমনপ্রীত সিং ৷ ম্যাচের ৩ মিনিটেই গোল করে ভারতকে এগিয়ে দেন আকাশদীপ ৷ এরপর ৫০তম মিনিটে ব্যবধান বাড়ান হরমনপ্রীত ৷ ৫২ মিনিটে পাকিস্তানের হয়ে আতিক মহম্মদ একটি গোল করলেও শেষরক্ষা করতে পারেননি ৷
advertisement
advertisement
মালয়েশিয়ার কাছে সেমিফাইনালে শ্যুটআউটে হেরে সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগেই গ্রুপ লিগে ঝড় তুলে পাঁচটা ম্যাচে মোট ৭৬টি গোল করেছিলেন আকাশদীপরা। কিন্তু সেমিফাইনালে মালয়েশিয়ার কাছে হেরে সোনা জয়ের সব আশা শেষ হয়ে যায় মেন ইন ব্লুদের। গতবার এশিয়ান গেমসে ভারত-পাকিস্তান ফাইনালে খেলেছিল। পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে সোনা জিতেছিল ভারত। এবার অবশ্য ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল সর্দারদের ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2018: হকিতে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ সর্দারদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement