Mirabai Chanu: চানুর পছন্দের খাবার, আজীবন বিনামূল্যে অলিম্পিকে রুপোজয়ী অ্যাথলিটকে পিৎজা খাওয়াবে এই সংস্থা

Last Updated:

Dominos announces free pizza for life to Mirabai Chanu: চানুর জন্য পিৎজা সংস্থার এই উদ্যোগকেও স্বাগত জানাচ্ছেন সবাই ৷

টোকিও: পিৎজা খেতে দারুণ ভালোবাসেন ৷ কিন্তু ফিটনেসের জন্য খাওয়া হয় না ৷ কড়া ডায়েট মেনে চলতে হয় যে কোনও অ্যাথলিটকে ৷ অলিম্পিকের প্রস্তুতির জন্য রুপোজয়ী মীরাবাঈ চানুর কাছে এতদিন নিজের পছন্দের পিৎজা খাওয়ার উপায় ছিল না ৷ পদক জয়ের পরেই তাই পিৎজা খেতে চেয়েছেন চানু ৷ এক সাক্ষাৎকারে তিনি জানান, পিৎজা খেতে চান এখন ৷ এতদিন তা পারেননি ৷ এমনটা জানতে পেরেই এগিয়ে এসেছে একটি পিৎজা প্রস্তুতকারক সংস্থা ৷
চানুকে সারাজীবন বিনামূল্যে পিৎজা খাওয়াতে চায় এই সংস্থা ৷ অলিম্পিক রুপোজয়ী অ্যাথলিটের বাড়ির সকলকেই পিৎজা খাওয়ানোর কথা ঘোষণা করেছে ওই সংস্থা ৷ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরাও ৷ টোকিও অলিম্পিকের দ্বিতীয় দিনেই দেশকে পদক এনে দিয়েছেন চানু ৷ পদক তালিকাতেও এখন তাই উপরের দিকেই স্থান পেয়েছে ভারত ৷ চানুর জন্য পিৎজা সংস্থার এই উদ্যোগকেও স্বাগত জানাচ্ছেন সবাই ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mirabai Chanu: চানুর পছন্দের খাবার, আজীবন বিনামূল্যে অলিম্পিকে রুপোজয়ী অ্যাথলিটকে পিৎজা খাওয়াবে এই সংস্থা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement