Virat Kohl Gets Gold Medal: গোল্ড মেডেল পেলেন বিরাট কোহলি, দিলেন পোজও, কিন্ত কারণটা কী
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ODI World Cup 2023 Virat Kohli Gets Gold Medal after India vs Australia match in ICC World Cup 2023 see viral video: বিশ্বকাপের প্রথম ম্যাচেই কঠিন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন বিরাট কোহলি ও কেএল রাহুল। ম্যাচের সেরা রাহুল হলেও ম্যাচ শেষে গোল্ড মেডেল পেলেন বিরাট কোহলি।
চেন্নাই: বিশ্বকাপের প্রথম ম্যাচেই কঠিন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন বিরাট কোহলি ও কেএল রাহুল। অস্ট্রেলিয়ার দেওয়া ২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেখানে থেকে কোহলি ও রাহুল ১৬৪ রানের পার্টনারশিপ করে দলের জয় নিশ্চিৎ করেন। বিরাট করেন ৮৫ রান ও রাহুলের সংগ্রহ ৯৭। ম্যাচের সেরা নির্বাচিত হন কেএল রাহুল। ম্যাচের সেরা রাহুল হলেও ম্যাচ শেষে গোল্ড মেডেল পেলেন বিরাট কোহলি।
আপনাদের মনে হতেই পারে না কোহলি ম্যাচের সেরা হয়েছে, না এশিয়ান গেমসে ভারতীয় দলের সদস্য ছিলেন, তাহলে কীসের জন্য হঠাৎ গোল্ড মেডেল পেলেন তিনি। আসলে বিরাট কোহলি এই বিশেষ পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়া ম্যাচে দলের সেরা ফিল্ডার হওয়ার কারণে। ভারতীয় ফিল্ডিং কোচ টি দিলীপ কোহলিকে সেরা ফিল্ডিংয়ের জন্য গোল্ড মেডেল দেন। শুধু একটা ক্যাচের জন্য নয়, গোটা ম্যাচে ধারবাহিকভাবে ভাল ফিল্ডিংয়ের জন্য এই অ্যাওয়ার্ড বলে জানান টি দিলীপ।
advertisement
📽️ BTS from the #TeamIndia 🇮🇳 dressing room 😃👌 – By @28anand
A kind of first 🥇 #CWC23 | #INDvAUS
And the best fielder of the match award goes to….🥁
WATCH 🎥🔽https://t.co/wto4ehHskB
— BCCI (@BCCI) October 9, 2023
advertisement
advertisement
বিসিসিআইয়ের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ড্রেসিং রুমের সেই ভিডিও শেয়ার করা হয়। যেখানে দেখা যায় বিরাট কোহলির নাম ঘোষণার পর গোটা দল তাকে হাততালি দিয়ে ওঠে। হার্দিক পান্ডিয়াকে মজার ছলে কিছু বলতেও দেখা যায়। কোহলি এগিয়ে আসেন ও টি দিলীপ তার হাতে মেডলটি দিতে যান। কিন্তু বিরাট কোহলি পরিয়ে দিতে বলেন। মেডেল পাওয়ার তাতে কামড় দিয়ে পোজ দিয়ে ছবিও তোলেন বিরাট কোহলি।
advertisement
আরও পড়ুনঃ ICC World Cup 2023: রূপ-যৌবনের আগুনে হবেন ঘায়েল! বিশ্বজয়ী ক্রিকেটারের লাস্যময়ী মেয়ে, বলুন তো কে ইনি
প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে ৪৯.৩ ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে যায় ৫ বারের বিশ্বজয়ীরা। ভারত ৪১.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় টিম ইন্ডিয়া। ১১৫ বলে ৯৭ রান করে অপরাজিত থাকেন কেএল রাহুল, আর ১১৬ বলে ৮৫ রান করে আউট হন বিরাট কোহলি। ৬ উইকেটে ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করে ভারত। ১১ অক্টোবর ভারতের পরবর্তী ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2023 5:40 PM IST