জকোভিচের নতুন রেকর্ড, ১০ নম্বর অস্ট্রেলিয়ান ওপেন জয়, উড়ে গেলেন সিৎসিপাস
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Novak Djokovic beats Stefanos Tsitsipas to win record tenth Australian open. গ্রিক গডকে উড়িয়ে আবার মেলবোর্নের রাজা জোকার
#মেলবোর্ন: গত বছর নিয়ম না মেনে অস্ট্রেলিয়ায় এসেছিলেন টুর্নামেন্ট খেলবেন বলে। কিছুদিন বন্ধ করে রেখে অপমান করে দেশে ফেরত পাঠানো হয়েছিল নোভাক জোকোভিচকে। ভ্যাকসিন বিতর্কে শেষ হয়ে গিয়েছিল জোকারের অস্ট্রেলিয়ান ওপেন খেলার সুযোগ। এবার সেই সুযোগ হাতছাড়া করেননি জকোভিচ। যেন এলেন দেখলেন এবং জয় করলেন।
যে অস্ট্রেলিয়া থেকে গতবার চোখের জল ফেলে ফিরে গিয়েছিলেন, সেই অস্ট্রেলিয়ার মাটিতে ২২ তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন জোকার। স্পর্শ করলেন নাদালকে। প্রথম সেট সহজেই জিতলেন ৬-৩ ব্যবধানে। দ্বিতীয় সেট গেল টাই ব্রেকারে। সেখানে একটা সময় সিসিপাস ৪-১ এগিয়ে থাকলেও নোভাক শেষ পর্যন্ত ৭-৬ ব্যবধানে জয় ছিনিয়ে নেন। ব্রেক করেন গ্রিক তারকাকে।
advertisement
সিসিপাস মূলত সার্ভ অ্যান্ড ভলি নির্ভর টেনিস খেলেন। সেটা ভালো করেই জানতেন নোভাক। সেভাবেই সাজিয়েছিলেন নিজের গেমপ্ল্যান। ইচ্ছে করে বেশি ব্যাকহ্যান্ড খেলতে বাধ্য করলেন বিপক্ষকে। গ্রিক তারকা প্রচুর আনফর্সড এরর করলেন। গ্রিক দেবতা নয়, এক লড়াকু গ্রিক যোদ্ধার সামনে দাঁড়িয়েছিলেন নোভাক জকোভিচ।
advertisement
রবিবার মেলবোর্ন পার্কের ফাইনালে জোকারের সামনে জীবন বাজি রাখতে প্রস্তুত ছিলেন তরুন গ্রিক তারকা। রবিবার পুরুষদের সিঙ্গলসের ফাইনালে নোভাক জকোভিচের মুখোমুখি ছিলেন স্তেফানো সিসিপাস। এই মহারণ জিতে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির স্পর্শের হাতছানি ছিল জোকারের সামনে। এই মুহূর্তে তালিকায় শীর্ষে রাফায়েল নাদাল (২২)।চিরপ্রতিদ্বন্দ্বীকে ছুঁতে চতুর্থ বাছাই নোভাক যে মরিয়া হয়ে ঝাঁপাবেন, সেটা জানা ছিল।
advertisement
তাছাড়া অস্ট্রেলিয়ান ওপেনের অঘোষিত রাজা সার্বিয়ান মহাতারকাই। রেকর্ড ৯ বার এই গ্র্যান্ড স্ল্যাম ঝুলিতে পুরেছেন তিনি। রবিবার সংখ্যাটা ১০ করার হাতছানি ছিল তাঁর সামনে। খেতাবি লড়াইয়ে জকোভিচকে কড়া চ্যালেঞ্জ জানাতে তৈরি গ্রিসের সিসিপাসও। ২০২১ ফরাসি ওপেনের ফাইনালে জোকারের বিরুদ্ধে দুরন্ত লড়েও হেরেছিলেন তিনি। রবিবার তৃতীয় বাছাই সিসিপাসের কাছে বদলার নেওয়ার সুযোগ ছিল।
advertisement
এখনও পর্যন্ত দু’বার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে খেলেও খেতাবের স্বাদ পাননি। সেই অপূর্ণ স্বপ্নও এবার পূর্ণ করার আশায় ছিলেন সিসিপাস। অভিজ্ঞতায় জোকার এগিয়ে থাকলেও সিসিপাস যে বিনা লড়াইয়ে ১ ইঞ্চি জমি ছাড়বেন না সেটা পরিষ্কার ছিল। সিৎসিপাস অবশ্য লড়াই করেছিলেন তৃতীয় সেটে। এটাও গেল সেই টাইব্রেকারে। কিন্তু জকোভিচের অভিজ্ঞতা এবং বুদ্ধির কাছে শেষ পর্যন্ত পারলেন না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 29, 2023 5:21 PM IST