ভারতীয় দলের ড্রেসিংরুমে গান বাজানো যাবে না, রানির মৃত্যুশোকে ফতোয়া জারি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ind W vs Eng W: রানির মৃত্যুর শোক। ভারতীয় দলের জন্য ফতোয়া জারি।
#লন্ডন: শনিবার ভারতীয় সময় রাত সাড়ে এগারোটা থেকে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। ভারত-ইংল্যান্ড মেয়েদের দ্বিতীয় টি-২০ ম্যাচ হবে ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার)। ওই ম্য়াচ হবে ডার্বি কাউন্টি গ্রাউন্ডে। তৃতীয় ম্যাচ ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে।
তবে এই সিরিজের আগে ইংল্য়ান্ডের রানির মৃত্য়ুতে আপাতত শোকের ছায়া। সিরিজ আদৌ হবে কি না সেটাই একটা সময় অনিশ্চিত ছিল। কারণ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গোটা ইংল্যান্ডজুড়ে শোকের আবহ। তাতে থমকে গিয়েছে খেলাধূলাও। তবে শেষমেশ জানা গিয়েছে, সিরিজ হবে।
আরও পড়ুন- পাকিস্তানিদের পিটিয়ে ভারতীয়দের জড়িয়ে ধরল আফগানরা, ভিডিও ভাইরাল
সিরিজ হলেও ফতোয়া জারি হয়েছে ক্রিকেটারদের জন্য। শোকের আবহে ভারতীয় ড্রেসিংরুমে গান বাজানো যাবে না। জানিয়ে দিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট সংস্থা। ইসিবির তরফে জানানো হয়েছে, শোকে আবহের জেরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
রানির মৃত্যুর পর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওভাল টেস্ট সাময়িক স্থগিত রাখা হয়েছিল। তবে ইংল্য়ান্ডে আবার ক্রিকেট শুরু হয়েছে। ক্রিকেটারদের সেলিব্রেশনে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি। কোনও ক্রিকেটার সেঞ্চুরি করলে বা উইকেট পেলে নিজের মতো করে সেলিব্রেট করতে পারবেন।
চেস্টার লে স্ট্রিটে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ হবে কার্যত অনাড়ম্বরে। সেভাবে কোনও অনুষ্ঠান হবে না। ম্যাচের সময় বিসিসিআইয়ের পতাকা অর্ধনমিত থাকবে বলেও জানা গিয়েছে। তা ছাড়া মাঠে দর্শকদের জন্য কোনওরকম মনোরঞ্জনের ব্যবস্থা থাকবে না।
advertisement
আরও পড়ুন- এশিয়া কাপ ফাইনালের আগে পাকিস্তানকে হারিয়ে বার্তা দিয়ে রাখল শ্রীলঙ্কা
বাণইজ্যিক স্বার্থেও মাঠে কোনওরকম গান বা বাজনা থাকবে না। কার্যত শোকের আবহ বজায় রেখেই ম্যাচ হবে বলে জানা যাচ্ছে। টি-২০ সিরিজের পরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ১৮, ২১ ও ২৪ সেপ্টেম্বর তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 10, 2022 7:50 PM IST