এশিয়া কাপ ফাইনালের আগে পাকিস্তানকে হারিয়ে বার্তা দিয়ে রাখল শ্রীলঙ্কা

Last Updated:

Sri Lanka beat Pakistan as Pathum Nissanka and Hasaranga played brilliant cricket. ফাইনালের আগে লঙ্কার কাছে হেরে ধাক্কা খেল পাকিস্তান

রান পেলেও লঙ্কার বিরুদ্ধে পাকিস্তানকে জেতাতে পারল না বাবর আজম
রান পেলেও লঙ্কার বিরুদ্ধে পাকিস্তানকে জেতাতে পারল না বাবর আজম
#দুবাই: এশিয়া কাপের ফাইনাল রবিবার। তার আগে আজ শুক্রবার সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান বনাম শ্রীলংকা। এক কথায় বলা যায় রবিবার ফাইনালের আগে আজকের খেলা দুটো দলের কাছে অ্যাসিড টেস্ট ছিল। পাকিস্তান বিশ্রাম দিয়েছিল শাদাব খান, নাসিম শাহকে। কারণ ফাইনালের আগে এই দুজন ধারাবাহিক ক্রিকেটারকে কিছুটা বিশ্রাম দিতে চেয়েছিল পাক ম্যানেজমেন্ট।
প্রথমে ব্যাট করে পাকিস্তান। কিন্তু স্কোরবোর্ডে মাত্র ১২১ রান তোলে তারা। বাবর আজম (৩০) ছাড়াও কিছুটা লড়াই করলেন নওয়াজ (২৬)। ফখর জামান, খুশদিল শাহ, ইফতিকাররা সম্পূর্ণ ফ্লপ। লঙ্কার হয়ে দুর্দান্ত বল করলেন হাসারাঙ্গা। ২১ রান দিয়ে তিনটি উইকেট নিলেন তিনি। দুটি করে উইকেট নিলেন মধুশান এবং থিক্সানা।
advertisement
advertisement
মনে হয়েছিল ভারতকে হারানোর পর ফর্মে থাকা শ্রীলংকা সহজেই হারিয়ে দেবে পাকিস্তানকে। কিন্তু সেটা যে হওয়ার নয় বোঝা গেল শ্রীলংকা ইনিংসের শুরু থেকে। হাসনেইনের বলে খাতা না খুলে ফিরে গেলেন কুশল মেন্ডিস। হ্যারিস রউফ তুলে নিলেন গুনদিলকাকে। তিনিও খাতা খুলতে পারেনি। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এত কম রান হাতে নিয়েও বোধহয় বাজিমাত করতে পারে পাকিস্তান।
advertisement
কিন্তু হতে দিলেন না নিঃশঙ্ক। দায়িত্ব নিয়ে ব্যাটিং করলেন এই ওপেনার। ভারতের বিরুদ্ধেও রান পেয়েছিলেন। মাঝখানে কিছুটা রান করে গেলেন ভানুকা রাজপক্ষে (২৪)। অন্যদিকে দায়িত্ব নিলেন লঙ্কার অধিনায়ক শানাকা। ধীরে ধীরে নিজেদের লক্ষ্যমাত্রার কাছে পৌঁছে গেল শ্রীলংকা। ম্যাচটা জিতেও নিল।
ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানিয়ে গেলেন আজকে দলের ব্যাটিং ব্যর্থতার জন্যই তাদের হারতে হয়েছে। তবে একদিন পরে ফাইনালে এই ভুল যাতে না হয় সেদিকে খেয়াল রাখবে পাকিস্তান। শ্রীলংকা অনেকের হিসেবে বাইরে থাকলেও তাদের লড়াকু মানসিকতাকে ছোট করে দেখার জায়গা নেই বোঝা গেল আজ।
advertisement
ফাইনাল তাই লড়াই সমানে সমানে হবে তাতে সন্দেহ নেই। তবে প্রথমে ব্যাট করলেই হার, এই এশিয়া কাপে এমন ট্রেন্ড বজায় রইল। এটা ক্রিকেটিয় দিক থেকে লজ্জার।
বাংলা খবর/ খবর/খেলা/
এশিয়া কাপ ফাইনালের আগে পাকিস্তানকে হারিয়ে বার্তা দিয়ে রাখল শ্রীলঙ্কা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement