Paris Olympics 2024: প্যারসে ঐতিহাসিক সাফল্য, মনু ভাকেরকে শুভেচ্ছা জানালেন আইওসি মেম্বার নীতা আম্বানি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Paris Olympics 2024: ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে প্যারিস অলিম্পিক্সে পদক জিতে ইতিহাস তৈরি করেছেন মনু ভাকের। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন আইওসি মেম্বার তথা রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ার পার্সেন নীতা আম্বানি।
প্যারিস: ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে প্যারিস অলিম্পিক্সে পদক জিতে ইতিহাস তৈরি করেছেন মনু ভাকের। তাঁর হাত ধরেই প্যারিসে খুলেছে ভারতের পদকের খাতা। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। এই ঐতিহাসিক সাফল্যের পর মনু ভাকেররে শুভেচ্ছা জানিয়েছেন আইওসি মেম্বার তথা রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ার পার্সেন নীতা আম্বানি।
মনু ভাকেরকে শুভেচ্ছা জানিয়ে নীতা আম্বানি জানিয়েছেন, “একটি অবিশ্বাস্য মুহূর্ত! আমাদের সর্বকনিষ্ঠ মহিলা শুটার প্যারিস ২০২৪ অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে ভারতের পদক তালিকার সূচনা করেছে। অভিনন্দন, মনু ভাকের! অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলে জয়ী প্রথম ভারতীয় মহিলা এবং আমাদের সর্বকনিষ্ঠ ভারতীয় শুটার হিসাবে আপনি ইতিহাস তৈরি করেছেন। আমি নিশ্চিত আপনার আজকের সাফল্য ভারত জুড়ে তরুণ ক্রীড়াবিদদের বড় স্বপ্ন দেখতে এবং তাদের সব কিছু দিতে অনুপ্রাণিত করবে। ভারতের পতাকা এইভাবে শীর্ষে রাখুন। গো ইন্ডিয়া গো আমাদের সবাইকে গর্বিত কর!”
advertisement
On Shooter Manu Bhaker winning Bronze medal at the #ParisOlympics2024 | What an incredible moment! Our youngest woman shooter has opened India’s tally at the Paris 2024 Olympics with a bronze. Congratulations, Manu Bhaker! As the first Indian woman to win in the 10 m air pistol… pic.twitter.com/A7X4u68T2p
— ANI (@ANI) July 28, 2024
advertisement
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানিয়েছেন মনু ভাকেরকে। পদক জয়ী শুটারের ভূয়সী প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন,”সাবাশ মনু ভাকের। প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ ভারতের প্রথম পদক জয়ের জন্য, ব্রোঞ্জ জয়ের জন্য অভিনন্দন। এই সাফল্য আরও বিশেষ কারণ, তিনি ভারতের হয়ে শ্যুটিংয়ে পদক জয়ী প্রথম মহিলা হয়েছেন৷”
A historic medal!
Well done, @realmanubhaker, for winning India’s FIRST medal at #ParisOlympics2024! Congrats for the Bronze. This success is even more special as she becomes the 1st woman to win a medal in shooting for India.
An incredible achievement!#Cheer4Bharat
— Narendra Modi (@narendramodi) July 28, 2024
advertisement
প্রসঙ্গত, শনিবার কোয়ালিফাইং রাউন্ডেই দেশকে পদক জেতানোর স্বপ্ন দেখিয়েছিলেন মনু ভাকের। কোয়ালিফাইং রাউন্ডে ৩ নম্বরে শেষ করেছিলেন মনু। ফাইনালেও ছন্দ অব্যাহত রাখলেন মনু ভাকের। ফাইনালে প্রথম এবং দ্বিতীয় স্থানে শেষ করলেন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী। প্রথম স্থানে ও ইয়ে জিন পেলেন ২৪৩.২ পয়েন্ট, দ্বিতীয় স্থানে শেষ করা কিম ইয়ে জির সংগ্রহ ২৪১.৩ পয়েন্ট।
advertisement
তৃতীয় স্থানে মনু ভাকেরের সংগ্রহ ২২১.৭ পয়েন্ট। মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপোর পদক হাতছাড়া হয়েছে মনু ভাকেরের। হরিয়ানার শুটারের কাছে প্রথম থেকেই পদকের আশা ছিল। প্রত্যাশার চাপ নিয়ে দেশবাসীর স্বপ্নপূরণ করলেন মনু ভাকের। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকা শুটার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2024 6:32 PM IST