Paris Olympics 2024: শুটিংয়ে আরও পদক জয়ের সুযোগ, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে অর্জুন বাবুতা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে ভারতীয় শুটারদের জয়জয়কার। একদিকে মনু ভাকেরষ অপরদিকে, ফাইনালে উঠে পদক জয়ের আশা জাগালেন রমিতা জিন্দাল ও অর্জুন বাবুতা।
প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে ভারতীয় শুটারদের জয়জয়কার। একদিকে যেমন দেশের প্রথম মহিলা শুটার হিসেবে পদক জিতে ইতিহাস তৈরি করেছেন মনু ভাকের। ঠিক তেমনই আরও দুটি বিভাগে ফাইনালে পৌছে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ভারতীয় শুটাররা। রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠেছে রমিতা জিন্দাল। ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠলেন অর্জুন বাবুতা।
বাছাই পর্বে শুরু থেকেই ছন্দে পাওয়া যায় অর্জুন বাবুতাকে। একের পর এক এক রাউন্ডে ভাল পারফর্ম করেন তিনি। মাঝে কয়েকটি পয়েন্ট নষ্ট না করলে পয়েন্ট তালিকায় আরও উপরে থেকে ফাইনালের টিকিট পাকা করত ভারতীয় শুটার। যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে শেষ করেন তিনি। ৬৩০.১ স্কোর করেন অর্জুন বাবুতা। নিয়ম অনুযায়ী প্রথম আটে শেষ করতে পারলে সরাসরি ফাইনালের টিকিট পাওয়া যায়। এই ইভেন্টে ছিলেন ভারতের সন্দীপ সিংহ। দ্বাদশ স্থানে শেষ করে বিদায় নেন।
advertisement
🇮🇳 𝗧𝗼𝗽 𝗽𝗲𝗿𝗳𝗼𝗿𝗺𝗮𝗻𝗰𝗲 𝗳𝗿𝗼𝗺 𝗔𝗿𝗷𝘂𝗻! Arjun Babuta was absolutely brilliant today as he secured his place in the final of the men’s 10m Air Rifle event through a top 8 finish in the qualification round.
🔫 Arjun Babuta finished at 7 with a score of 630.1 and… pic.twitter.com/V9e8Cw388n
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) July 28, 2024
advertisement
advertisement
আরও পড়ুনঃ Paris Olympics 2024: দেশের প্রথম মহিলা হিসেবে শুটিংয়ে অলিম্পিকে পদক জয়, মনু ভাকেরকে শুভেচ্ছা মোদীর
প্রসঙ্গত, সোমবার শুটিংয়ে আরও দুটি পদক জয়ের হাতছানি ভারতের সামনে। ফাইনালের টিকিট পাকা করতে পেরে উচ্ছ্বসিত রমিতা জিন্দাল ও অর্জুন বাবুতা। তবে কাজ এখনও শেষ হয়নি দুই ভারতীয় শুটারের। রবিবার যেমন মনু ভাকের দেশবাসীর মুখে হাসি ফুটিয়েছেন, ঠিক সোমাবরই পদক জয়ের লক্ষ্যে নিজেগের সেরাটা দিতে প্রস্তুত রয়েছেন ভারতীয় শুটাররা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2024 5:48 PM IST