বাজেট পেশের সময় নির্মলার মুখে এক ভারতীয় খেলোয়াড়ের নাম! কে তিনি? বিরাট, রোহিত নন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Nirmala Sitharaman: দেশের অর্থমন্ত্রীর মুখে এক ভারতীয় খেলোয়াড়ের নাম। কে তিনি শুনে নিন।
নয়াদিল্লি: বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ শামি নন। তা হলে বাজেট পেশের সময় দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের মুখে কার নাম! বৃহস্পতিবার সংসদে বাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দের নাম করলেন অর্থমন্ত্রী।
এশিয়ান গেমস এবং প্যারা এশিয়াডে ভারতের সাফল্যের কথা তুলে ধরলেন নির্মলা সীতারমন। এদিন তিনি বলেন, বৃহস্পতিবার সীতারামন বলেন, “এবার এশিয়ান গেমসে ভারতের ক্রীড়াবিদরা ইতিহাস লিখেছেন। সব থেকে বেশি পদক জিতেছেন তাঁরা। প্রজ্ঞানন্দ এবার বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে টেক্কা দিয়েছে। আমাদের দেশে ২০১০ সালে গ্র্যান্ডমাস্টারের সংখ্যা ছিল ২০। এখন সেটা ৮০-র বেশি।”
advertisement
আরও পড়ুন- ফের কি বিয়ে করতে চলেছেন সানিয়া মির্জা? টেনিস সুন্দরীর ভাইরাল পোস্ট ঘিরে জল্পনা
প্রজ্ঞানন্দের কথা অর্থমন্ত্রীর মুখে।

advertisement
মাত্র ১৮ বছর বয়সে বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে জোর টক্কর দেন প্রজ্ঞানন্দ। হারলেও ক্যান্ডিডেটসে জায়গা করে নিতে পেরেছিলেন তিনি। সব থেকে বড় কথা, দেশবাসীর মন জিতেছিলেন তিনি। তাঁর প্রজ্ঞা দেখে অনেকেরই বিশ্বনাথন আনন্দের কথা মনে পড়েছিল।
advertisement
আরও পড়ুন- মেসির সঙ্গে বার্সায় খেলা ফুটবলার ইস্টবেঙ্গলে, আরও শক্তি বাড়ল লাল-হলুদের
দাবা বিশ্বকাপের ফাইনাল খেলেন প্রজ্ঞানন্দ। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় দাবারু হিসেবে। এটাও একটা বড় রেকর্ড। টাইব্রেকারে তাঁকে হারিয়ে দেন কার্লসেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 01, 2024 5:34 PM IST